২০২২ পঞ্চগড় নৌকাডুবি

Shahadathossen:


”’২০২২ পঞ্চগড় নৌকাডুবি”’ হলো বাংলাদেশের রংপুর বিভাগের [[পঞ্চগড় জেলা|পঞ্চগড়]] জেলার বোদা উপজেলায় সংঘটিত নৌকাডুবির ঘটনা। [[২০২২]] সালের ২৫ সেপ্টেম্বর [[বোদা উপজেলা|বোদা উপজেলায়]] অবস্থিত [[করতোয়া নদী|করতোয়া নদীর]] আউলিয়া ঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তিনজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারাও মারা গেছে। মৃতদের মধ্যে প্রায় সবাই সনাতন ধর্মাবলম্বী। তারা নদীর অপরপাড়ে অবস্থিত [[বরদেশ্বরী মন্দির|বদেশ্বরী মন্দিরে]]  [[মহালয়া]] উপলক্ষে আয়োজিত ধর্মসভা যোগ দিতে যাচ্ছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=বাংলা ট্রিবিউন|তারিখ=অক্টোবর ৮, ২০২২|শিরোনাম=করতোয়ায় নৌকাডুবি: ৯ দিনেও খোঁজ মেলেনি তিন জনের|ইউআরএল=https://www.banglatribune.com/country/rangpur/766201/%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF-%E0%A7%AF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=বিডিনিউজ|তারিখ=অক্টোবর ৮, ২০২২|শিরোনাম=করতোয়ায় নৌকাডুবি, মৃত্যু বেড়ে ৬৮|ইউআরএল=https://bangla.bdnews24.com/samagrabangladesh/15eie03rmn}}</ref> উদ্ধারকৃত ৬৯ মরদেহের মধ্যে বোদা উপজেলার ৪৬, [[দেবীগঞ্জ উপজেলা|দেবীগঞ্জ উপজেলার]] ১৭, [[আটোয়ারী উপজেলা|আটোয়ারী উপজেলার]] দুই, [[পঞ্চগড় সদর উপজেলা|পঞ্চগড় সদরের]] এক এবং [[ঠাকুরগাঁও সদর উপজেলা|ঠাকুরগাঁও সদরের]] তিন জন। মৃতদের মধ্যে পুরুষ ১৮, নারী ৩০ এবং শিশু ২১ জন।

== ঘটনা ==
২৫ সেপ্টেম্বর, রবিবার করতোয়া নদীর অপরপাড়ে [[বড়শশী ইউনিয়ন|বড়শশী ইউনিয়নের]] বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। ধর্মসভায় যোগ দিতে পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সনাতন ধর্মাবলম্বী লোকজন শ্যালো মেশিনচালিতে একটি নৌকাযোগে মন্দিরে [[তীর্থযাত্রা]] করছিলেন। দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে যায়। ৫০ জন ধারণক্ষমতার নৌকাটিতে ১৫০ জনেরও বেশী যাত্রী ছিল। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে ফিরতে পারলেও অধিকাংশ নিখোঁজ হয়। নৌকাডুবির পরপরই স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে [[রাজশাহী জেলা|রাজশাহী]], [[রংপুর জেলা|রংপুর]] ও [[কুড়িগ্রাম জেলা|কুড়িগ্রাম]] থেকে আসা ডুবুরি দলও ৯ দিন ধরে উদ্ধারকাজ চালায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=বিডিনিউজ|প্রথমাংশ=|তারিখ=অক্টোবর ৮, ২০২২|শিরোনাম=পঞ্চগড়ে তীর্থযাত্রার নৌকা ডুবে মৃত্যু বেড়ে ৪৭|ইউআরএল=https://bangla.bdnews24.com/samagrabangladesh/klybglsanh}}</ref>

== প্রতিক্রিয়া ==
নৌকাডুবির ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্তে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=বাংলাদেশ জার্নাল|তারিখ=অক্টোবর ৮, ২০২২|শিরোনাম=পঞ্চগড়ে নৌকাডুবি: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন|ইউআরএল=https://www.bd-journal.com/bangladesh/214846/%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF-%E0%A7%AB-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8}}</ref> নৌকাডুবিতে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন।

== দুর্ঘটনার কারণ ==
ঘটনার এক সপ্তাহ পর তদন্ত প্রতিবেদন জমা দেয় গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার চারটি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো- ঘাটের ইজারাদারের গাফিলতি, নৌকার মাঝির অদক্ষতা, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে ভেবে যাত্রীদের নিষেধ না করা এবং যাত্রীদের অসচেতনতা। পাশাপাশি ভৌগলিক পরিস্থিতি ও নদীকেন্দ্রিক মানুষের জীবন-জীবিকার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য পাঁচ দফা সুপাারিশ করে কমিটি।’<ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=বাংলা ট্রিবিউন|তারিখ=অক্টোবর ৮, ২০২২|শিরোনাম=নৌকাডুবিতে ৬৯ মৃত্যু: গোপনে প্রতিবেদন জমা দিলো তদন্ত কমিটি|ইউআরএল=https://www.banglatribune.com/country/rangpur/766443/%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AC%E0%A7%AF-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B}}</ref>

== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}

[[বিষয়শ্রেণী:২০২২-এ বাংলাদেশ]]


Posted

in

by

Tags: