এম. এ. গাফফার

Mehediabedin:


{{তথ্যছক পদস্থ কর্মকর্তা
| name = এম. এ. গাফফার [[সংসদ সদস্য|এমপি]]
| image = M. A. Gaffar Rohingya.jpg
| office1 = [[বুথিডং]] এলাকার [[বার্মা আইনসভা|বার্মার গণপরিষদের]] সদস্য
| governor1 = [[হুবার্ট রেন্স]]
| termstart1 = ১৯৪৭
| termend1 = ১৯৪৮
| predecessor1 =
| successor1 =
| office2 = [[সিত্বে|আকিয়াব]] এলাকার [[জাতীয়তা চেম্বার|জাতীয়তা চেম্বারের]] সদস্য
| president2 = [[বা উ]]
| termstart2 = ১৯৫২
| termend2 = ১৯৫৬
| predecessor2 =
| successor2 =
| birth_date = ১৯১০
| birth_place = [[বুথিডং]], [[আরাকান বিভাগ]], [[বার্মা প্রদেশ]], [[ব্রিটিশ রাজ]]<br />(বর্তমানে [[মিয়ানমার]])
| death_date = ১৯৬৬
| death_place =
| party = জমিয়তে ওলামা
| otherparty = [[এন্টি-ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ]]
| alma_mater = [[ঢাকা বিশ্ববিদ্যালয়]]<br />[[আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়]]
}}
”’মোহাম্মদ আবদুল গাফফার”’ (১৯১০-১৯৬৬), যিনি ”’আবদুল গাফফার”’ নামেও পরিচিত, ছিলেন [[মিয়ানমার|বার্মার]] [[রাখাইন রাজ্য|আরাকানের]] (বর্তমানে [[রাখাইন রাজ্য]], [[মিয়ানমার]]) একজন রাজনীতিবিদ। তিনি ১৯৪৭ সালে [[বুথিডং]] থেকে [[বার্মায় ব্রিটিশ শাসন|ব্রিটিশ বার্মার]] [[বার্মা আইনসভা|আইনসভায়]] নির্বাচিত হন। ১৯৪৮ সালে বার্মার স্বাধীনতার পর [[মিয়ানমারের রাষ্ট্রপতি|বার্মার রাষ্ট্রপতি]] [[সাও শো থাইক]] ১৯৪৯ সালে আরাকানের তদন্ত কমিশনের সাত সদস্যের একজন হিসাবে গাফফারকে নিযুক্ত করেন। গাফফার ১৯৫২ সালে [[সিত্বে|আকিয়াব]] পশ্চিম নির্বাচনী এলাকা থেকে [[জাতীয়তা চেম্বার|জাতীয়তা চেম্বারে]] নির্বাচিত হন। তিনি ১৯৫৬ সালে [[মংডু]] থেকে নির্বাচিত হন। তিনি প্রধানমন্ত্রী [[ইউ নু]] সরকারের [[স্বাস্থ্য মন্ত্রণালয় (মিয়ানমার)|স্বাস্থ্য মন্ত্রণালয়ের]] সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গাফফার বার্মার সবচেয়ে বেশি শতাংশ ভারতীয় আরাকানের রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য ছিলেন।<ref>Robert H. Taylor (1987). The State in Burma. C. Hurst & Co. Publishers. pp. 126–127. {{আইএসবিএন|978-1-85065-028-7}}.</ref> ১৯৪৯ সালে গাফফার আঞ্চলিক স্বায়ত্তশাসন তদন্ত কমিশনের কাছে একটি স্মারকলিপি পেশ করেন যাতে আরাকানি ভারতীয়দের এই অঞ্চলের স্থানীয় ভারতীয় নাম ”রোহাং” ও ”রোহান”-এর উপর ভিত্তি করে “[[রোহিঙ্গা]]” হিসেবে বর্ণনা করা হয।<ref name=”rvisiontv.com”>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=Ullah|প্রথমাংশ=Aman|তারিখ=3 August 2016|প্রকাশক=Rohingya Vision|শিরোনাম=Mr MA Gaffar (1910-1966) MP and His Memorandum|ইউআরএল=http://www.rvisiontv.com/mr-ma-gaffar-1910-1966-mp-memorandum/|ইউআরএল-অবস্থা=dead|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20181011055056/http://www.rvisiontv.com/mr-ma-gaffar-1910-1966-mp-memorandum/|আর্কাইভের-তারিখ=11 October 2018|সংগ্রহের-তারিখ=10 October 2018}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Who are the Rohingya?|ইউআরএল=http://www.rfa.org/english/multimedia/rohingyaPage-04122010151733.html/RohingyaFactSheet-04132010102750.html|ওয়েবসাইট=Radio Free Asia}}</ref>

== প্রারম্ভিক জীবন ==
গাফফার ১৯১০ সালে [[ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ|ব্রিটিশ ভারতের]] [[বার্মায় ব্রিটিশ শাসন|বার্মা প্রদেশের]] [[আরাকান বিভাগ|আরাকান বিভাগের]] [[বুথিডং]]য়ের রোয়ানিনোটাং গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল উল্লাহ মিয়া। গাফফার [[বেঙ্গল প্রেসিডেন্সি]]র চট্টগ্রাম সিনিয়র মাদ্রাসায় যোগদান করেন, যেখান থেকে তিনি ১৯২৪ সালে নিজের মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। তিনি ১৯৩০ সালে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে [[স্নাতক উপাধি|স্নাতক]] ডিগ্রি ও ১৯৩৩ সালে [[আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়]] থেকে [[শিক্ষায় স্নাতক]] ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩১ থেকে ১৯৪২ সাল পর্যন্ত আকিয়াবে জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআইএস) ও ১৯৪৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বুথিডংয়ের একজন শহরাঞ্চল কর্মকর্তা (টিও) হিসাবে দায়িত্ব পালন করেন।

== রাজনৈতিক পেশা ==
[[বর্মী সাধারণ নির্বাচন, ১৯৪৭|১৯৪৭ সালের বর্মী সাধারণ নির্বাচনের]] সময় গাফফার বুথিডং নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে বর্মী গণপরিষদে নির্বাচিত হন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারীতে তিনি বার্মা ইউনিয়নের একজন বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেন। বার্মার প্রথম রাষ্ট্রপতি ১৯৪৯ সালে আরাকানের তদন্ত কমিশনের সাত সদস্যের একজন হিসেবে গাফফারকে নিযুক্ত করেন। [[বর্মী সাধারণ নির্বাচন, ১৯৫১-৫২|বর্মী সাধারণ নির্বাচনের]] সময় তিনি আকিয়াব পশ্চিমের প্রতিনিধি হিসেবে জাতীয়তা চেম্বার নামক বর্মী [[উচ্চকক্ষ|উচ্চকক্ষে]] নির্বাচিত হন। [[বর্মী সাধারণ নির্বাচন, ১৯৫৬|১৯৫৬ সালের বর্মী সাধারণ নির্বাচনের]] সময় তিনি মংডু ও বুথিডংয়ের প্রতিনিধি হিসেবে চেম্বারে নির্বাচিত হন। বার্মার প্রথম প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানের জন্য গাফফারকে সংসদীয় সচিব হিসেবে নিয়োগ দেন।

== আপিল স্মারকলিপি ==
১৯৪৮ সালের ২০ নভেম্বরে গাফফার বার্মা ইউনিয়ন সরকারের প্রধান সচিবের কাছে একটি আপিলের স্মারক পেশ করেন যেখানে রোহিঙ্গা নামে আরাকানি ভারতীয়দের বার্মার “সরকারি জাতি” (জাতিগত গোষ্ঠী) হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়।<ref name=”rvisiontv.com”/> স্মারকলিপিটি ১৯৫১ সালের আগস্ট বার্মার একটি ইংরেজি সংবাদপত্র ”গার্ডিয়ান ডেইলি”তে প্রকাশিত হয়।<ref>http://www.burmalibrary.org/docs14/Kei_Nemoto-Rohingya.pdf {{অনাবৃত ইউআরএল পিডিএফ|date=March 2022}}</ref><blockquote>”আমরা রোহিঙ্গারা আরাকানের একটা জাতি।” ”আমরা গণ্য করি যে রোহিঙ্গা ও আরাকানিরা আরাকানের দুটি প্রধান জাতি।” ”আমরা প্রায় ৯ [[লাখ|লাখের]] একটি জাতি, যা একটি জাতির জনসংখ্যার জন্য যথেষ্ট; এবং বড় ব্যাপার হলো একটি জাতির সংজ্ঞা অনুযায়ী আমরা একটি জাতি, আমাদের নিজস্ব স্বাতন্ত্র্যসূচক সংস্কৃতি ও সভ্যতা, [[রোহিঙ্গা ভাষা|ভাষা]] ও সাহিত্য, শিল্প ও স্থাপত্য, নাম ও নামকরণ, মূল্যবোধ ও সুসমতা, আইন ও নৈতিক বিধি, প্রথা ও বর্ষপঞ্জি, ইতিহাস ও ঐতিহ্য, যোগ্যতা ও উচ্চাকাঙ্ক্ষা; সংক্ষেপে, জীবন ও জীবনের প্রতি আমাদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি রয়েছে।” ”[[আন্তর্জাতিক আইন|আন্তর্জাতিক আইনের]] সকল নিয়ম অনুসারে রোহিঙ্গারা আরাকানের একটি জাতি।”<ref name=”rvisiontv.com”/></blockquote>

== রাজনৈতিক উত্তরাধিকার ==
গাফফার তার সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতির আহ্বান ও ১৯৫০-এর দশকে রোহিঙ্গাদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি সত্ত্বেও; [[বর্মী অভ্যুত্থান, ১৯৬২|১৯৬২ সালের বর্মী অভ্যুত্থানের]] পর আরাকানে ভারতীয় সংখ্যালঘুরা বৈষম্যের সম্মুখীন হয়। ১৯৮২ সালের [[মিয়ানমার জাতীয়তা আইন|বর্মী জাতীয়তা আইন]] রোহিঙ্গাদেরকে বার্মার “জাতীয় জাতি” হিসাবে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়ে সম্প্রদায়টিকে [[রাষ্ট্রহীনতা|রাষ্ট্রহীন]] করে তোলে। মিয়ানমারে রোহিঙ্গাদের রাষ্ট্রীয় শিক্ষা, সরকারি চাকরি ও চলাফেরার স্বাধীনতা থেকে সীমাবদ্ধ করা হয়েছে, শর্তগুলোকে [[আপার্টহাইট|বর্ণবৈষম্যের]] মতো বলে বর্ণনা করা হয়েছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.nytimes.com/2014/05/29/opinion/kristof-myanmars-appalling-apartheid.html|শিরোনাম=Myanmar’s Appalling Apartheid|শেষাংশ=Kristof|প্রথমাংশ=Nicholas|তারিখ=28 May 2014|কর্ম=The New York Times|প্রকাশক=}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Burma/Bangladesh: Burmese Refugees In Bangladesh – Discrimination in Arakan|ইউআরএল=https://www.hrw.org/reports/2000/burma/burm005-02.htm#P132_34464|ওয়েবসাইট=www.hrw.org}}</ref>

== আরো দেখুন ==
* [[বর্মী মুসলমান]]

== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
[[বিষয়শ্রেণী:১৯৬৬-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:১৯১০-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী]]
[[বিষয়শ্রেণী:আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী]]
[[বিষয়শ্রেণী:রোহিঙ্গা রাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:বর্মী রাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:বর্মী মুসলিম]]
[[বিষয়শ্রেণী:রাখাইন রাজ্যের ব্যক্তি]]


Posted

in

by

Tags: