Zaheen:
| name = আনি এরনো
| image = Annie Ernaux al Salone del Libro (cropped).jpg
| image_size =
| alt =
| caption =
| pseudonym =
| birth_name = আনি দ্যুশেন
| birth_date = {{Birth date and age|1940|09|01}}
| birth_place = [[লিলবন]], [[সেন-মারিতিম]], ফ্রান্স
| death_date = <!– {{Death date and age|YYYY|MM|DD|YYYY|MM|DD}} –>
| death_place =
| resting_place =
| occupation = লেখিকা, দিনিলিপিকার
| language =
| nationality = ফরাসি
| education = [[রুঅঁ বিশ্ববিদ্যালয়]]<br/>[[বর্দো বিশ্ববিদ্যালয়]]
| alma_mater =
| period =
| genre =
| subject =
| movement =
| notableworks =
| spouse =
| partner =
| children =
| relatives =
| awards =
| signature =
| signature_alt =
| module =
| website = <!– www.example.com –>
| portaldisp =
}}
”’আনি এরনো”’ ({{lang-fr|Annie Ernaux}}; জন্মনাম আনি দ্যুশেন Annie Duchesne; জন্ম ১লা সেপ্টেম্বর ১৯৪০) একজন ফরাসি লেখিকা ও সাহিত্যের অধ্যাপিকা।<ref>{{cite web |title=Annie Ernaux |url=http://www.evene.fr/celebre/biographie/annie-ernaux-4289.php |work=EVENE |language=fr |access-date=2010-10-31| archive-url= https://web.archive.org/web/20101101171722/http://www.evene.fr/celebre/biographie/annie-ernaux-4289.php| archive-date= 1 November 2010 | url-status= live}}</ref> তাঁর সাহিত্যকর্ম মূলত আত্মজীবনীমূলক এবং এর সাথে সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ২০২২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। “ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছেদ ও সামষ্টিক বাধাগুলি উন্মোচিত করার সাহস ও চিকিৎসকসম সূক্ষ্ণতা প্রদর্শনের জন্য” তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।<ref name=Nobel>{{Cite web |url=https://www.nobelprize.org/prizes/literature/2022/summary/ |title=The Nobel Prize in Literature 2022 |access-date=6 October 2022}}</ref>
১৯৭৪ সালে ”লে জার্মোয়ার ভিদ” (”Les armoires vides”, “শূন্য আলমারি”) নামের গ্রন্থটি প্রকাশের মাধ্যমে সাহিত্যজগতে আনি এরনোর যাত্রা শুরু হয়। তবে সাহিত্যগগনে তারকা হিসেবে তাঁর প্রকৃত উদয় ঘটে ১৯৮৩ সালে, যে বছর তিনি তাঁর চতুর্থ গ্রন্থ ”লা প্লাস” (”La place”, “আপন আলয়”) প্রকাশ করেন। এই আত্মজীবনীভিত্তিক কল্পসাহিত্য গ্রন্থটিতে মাত্র একশত পৃষ্ঠাতে এরনো তাঁর প্রয়াত বাবার জীবন ও যে সামাজিক পরিবেশে তাঁর বাবার চরিত্র গঠন লাভ করেছিল, তার এক নিরাবেগ চিত্র অঙ্কন করেন। আনি এরপর ধারাবাহিকভাবে আরও অনেকগুলি আত্মজীবনীমূলক কল্পসাহিত্য গ্রন্থ রচনা করেন। তাঁর রচনাশৈলী সরলতা, স্বচ্ছতা, সংযম ও নৈতিকতা দ্বারা উদ্বুদ্ধ নান্দনিকতা দ্বারা চরিত্রায়িত করা হয়েছে। তাঁর লেখনীস্বর নিরপেক্ষ ও বেনামী। এর কয়েক বছর পরে এরনো তাঁর মাকে উপজীব্য করে একই রকম, আরও ছোট একটি গ্রন্থ লেখেন, যার নাম ”উ্যন ফাম” (Une femme “একজন নারী”), এবং যাতে কল্পকাহিনী, সমাজবিদ্যা ও ইতিহাসের মেলবন্ধন ঘটেছে। এই দুইটি বইয়ে এরনো সামাজিক পরিবর্তন ও সামাজিক শ্রেণী আনুগত্যের পরিবর্তনের কারণে তাঁর প্রজন্ম ও তাঁর বাবা-মায়ের প্রজন্মের সম্পর্কের টানাপড়েনের ব্যাপারটি তুলে ধরেন এবং এভাবে ফরাসি সমাজে শ্রেণীবৈষম্যের ব্যাপারটি পরোক্ষভাবে ফুটিয়ে তোলেন।<ref name=Nobel/>
২০০০ সালে এরনো তাঁর সাহিত্যিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ কর্মটি রচনা করেন, যার নাম ”লেভেনমঁ” (”L’événement” “ঘটনা”)। এটিতে তিনি ডাক্তারি সংযমের সাথে একটি ২৩ বছর বয়সী যুবতীর নিজ দৃষ্টিকোণ থেকে একটি অবৈধ গর্ভপাতের কাহিনী বর্ণনা করেন। ২০২১ সালে এই উপন্যাসটিকে ভিত্তি করে একই নামে একটি ফরাসি চলচ্চিত্র মুক্তি পায়।<ref name=Nobel/>
২০০৮ সালে এরনো তাঁর সাহিত্যিক জীবনের সবচেয়ে উচ্চাভিলাষী কর্মটি প্রকাশ করেন, যার নাম ”লেজানে” (”Les années”, “বছরগুলি”)। এই সাহিত্যকর্মটি তাঁর জন্য আন্তর্জাতিক সুখ্যাতি ও বহু ভক্ত-অনুরাগী ও সাহিত্যিক শিষ্যের জন্ম দেয়। ”লেজানে”-কে “প্রথম সামষ্টিক আত্মজীবনী” নামে অভিহিত করা হয়েছে। জার্মান কবি ডুর্স গ্র্যুনবাইন এটিকে সমসাময়িক পশ্চিমা বিশ্বের একটি নতুন পথ সৃষ্টিকারী “সমাজবৈজ্ঞানিক মহাকাহিনী” হিসেবে প্রশংসা করেছেন।<ref name=Nobel/>
আনি এরনোর রচনাতে ঐতিহাসিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার মিলন ঘটেছে। ”লা প্লাস” ও ”লা ওঁত” গ্রন্থে তাঁর বাবা-মার সামাজিক আরোহণ , ”লা ফাম জ্যলে” গ্রন্থে তাঁর বিয়ে, ”পাসিওঁ সাঁপল”, ”স্য পের্দ্র” ও ”লোক্যুপাসিওঁ” গ্রন্থে তাঁর যৌনচিন্তা ও প্রেম, ”জুর্নাল দ্য দ্যঅর”, ”লা ভি এক্সতেরিয়র” গ্রন্থে তাঁর চারপাশের পরিবেশ, ”লেভেনমঁ” গ্রন্থে তাঁর গর্ভপাত, ”জ্য ন্য সুই পা সর্তি দ্য মা নুই” রচনাতে তাঁর মায়ের আলৎসহাইমার রোগ, ”উ্যন ফাম” গ্রন্থে তাঁর মায়ের মৃত্যু, ”ল্যুজাজ দ্য লা ফোতো” গ্রন্থে তাঁর নিজের স্তন ক্যানসার, ইত্যাদি ব্যাপারগুলি সরাসরি বা পরোক্ষভাবে ফুটে উঠেছে।
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
{{২০২২ নোবেল পুরস্কার বিজয়ী}}
{{সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক ২০০১–২০২৫}}
[[বিষয়শ্রেণী:ফরাসি সাহিত্যিক]]
[[বিষয়শ্রেণী:নোবেল পুরস্কার বিজয়ী]]