ভাবতা জমিদার বাড়ি

DeloarAkram: দ্রুত অপসারণ প্রস্তাবনা (সিএসডি A7)।


{{db-event|help=off}}
”’ভাবতা জমিদার বাড়ি”’

উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বহরমপুর এর কাছে শাহজাদপুর গ্রামের বাসিন্দা হাজী মহরম আলী নামের একজন ব্যক্তি তিনি তার নানার বাড়ি ভাবতা গ্রামে এসে বসবাস শুরু করেন এবং এখানে তিনি রেশন কুটির ব্যবসা শুরু করেন এবং জমিদারি লাভ করেন। তার মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র হাজী আব্দুল আজিজ সাহেব জমিদারির হাল ধরেন।।

প্রচুর সম্পদের মালিক হয়ে জমিদারির পতন ঘটনা

তার মৃত্যুর পর তার কনিষ্ঠ ।পুত্র হাজী আব্দুল আজিজ সাহেব জমিদারির হাল ধরেন।


Posted

in

by

Tags: