মহাকাল মন্দির

Wikimadhukori: /* অবস্থান */


[[চিত্র:মন্দিরের বাইরের প্রাঙ্গন.jpg|থাম্ব]]
== মহাকাল মন্দির ==

এটি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি মন্দির। যা ১৭৮২ সালে দুর্জয় লিং জিং নামক একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল।এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গনেশ ও ভগবান বুদ্ধ ও পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। <ref>https://darjeelingadventuretourism.com/mahakal-temple</ref>

== সৃষ্টির ইতিবৃত্ত ==

মহাকাল ধামের স্থানে প্রাচীনকালে একটি দুর্জয় লিং নামক মনেসটারী ছিল। যা ১৭৬৫ সালে দুর্জয় লিং জিং দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই মনেসটারী ধ্বংসপ্রাপ্ত হয়,পরবর্তীকালে সেই স্থানে ১৭৮২ সালে এই মন্দিরটি পুনরায় গড়ে ওঠে।<ref>https://www.makemytrip.com/travel-guide/darjeeling/mahakal-temple-religious.html</ref>

== অবস্থান ==
এই মন্দিরটি দার্জিলিং শহরের মূল কেন্দ্র ‘ম্যাল রোডে’র দ্বারা বেষ্টিত। চৌরাস্তার পেছনে ‘মহাকাল মার্কেটে’র পাশ দিয়ে গিয়ে কিছুটা চড়াই রাস্তায় উঠলেই এই মহাকাল মন্দিরে পৌঁছানো যায়।<ref>https://www.darjeelingonline.in/city-guide/mahakal-temple</ref>

== পরিশিষ্ট ==

এই শুভ্র মন্দিরটি জুড়ে রয়েছে বিভিন্ন ছোট স্তূপ, নানা রঙের প্রার্থনা পতাকা, বৌদ্ধ চক্র এবং ঘন্টা। এছাড়া চারিদিকের পাইনের ছায়া ও মেঘেদের খেলার মাঝে এই মন্দিরটি যেন শান্তি ও ঐক্যের মিলনস্থল হিসেবে পর্যটকদের মাঝে বিরাজমান রয়েছে।[[চিত্র:মন্দিরের বিগ্রহ.jpg|থাম্ব]]


Posted

in

by

Tags: