মুন্সি ঘাট

অঙ্গরাগ রায়:

{{তথ্যছক হিন্দু মন্দির|name=মুন্সি ঘাট|coordinates={{coord|25|18|20.475|N|83|0|35.68|E|type:landmark_region:IN|display=inline,title}}|country=[[ভারত]]|image=[[File:Munshi Ghat in Varanasi.jpg|250px]]}}”’মুন্সি ঘাট”’ ভারতের [[উত্তরপ্রদেশ|উত্তর প্রদেশের]] [[বারাণসী|বারাণসীর]] একটি [[বারাণসীর ঘাট|ঘাট]] ।

== গুরুত্ব ==

১৮১২ সালে নির্মিত, মুন্সি ঘাটটির নামকরণ করা হয়েছে [[শ্রীধর নারায়ণ মুন্সি|শ্রীধর নারায়ণ মুন্সির]] নামে, যিনি নাগপুর এস্টেটের অর্থমন্ত্রী ছিলেন। ১৯১৫ সালে, দারভাঙ্গার (বিহার) ব্রাহ্মণ রাজা কামেশ্বর সিং গৌতম বাহাদুর ঘাটটি ক্রয় করেন এবং এটি প্রসারিত করেন। সম্প্রসারণটি পরে দরভাঙ্গা ঘাট নামে বিখ্যাত হয়। <ref>{{উদ্ধৃতি |title=Proposing Varanasi for the World Heritage List of UNESCO |url=https://docs.google.com/viewer?url=http%3A%2F%2Fvdavns.org%2Fdata%2Fproposing_varanasi.pdf |publisher=Varanasi Development Authority}}</ref>

== দারভাঙ্গা ঘাট সম্প্রসারণ ==

দারভাঙ্গা ঘাটের প্রাসাদটি [[চুনার|চুনারের]] বেলেপাথর দিয়ে তৈরি, যেখানে সুন্দর বারান্দা এবং গ্রীক স্তম্ভ রয়েছে। এই এলাকাটি [[পুরাণ (ভারতীয় শাস্ত্র)|পৌরাণিক]] প্রেক্ষাপটে গুরুত্ব পেয়েছে, কিন্তু এর মহিমা ও স্থাপত্যশৈলীর জন্যও গুরুত্ব পেয়েছে।

১৯৯৪ সালে দারভাঙ্গা প্রাসাদটি ক্লার্কস হোটেল গ্রুপ দ্বারা ক্রয় করা হয়েছিল। তারা এটির ব্রিজরামা প্যালেস নামকরণ করেছিল এবং এটিকে পাঁচ তারকা হোটেলে রূপান্তর করার পরিকল্পনা করেছিল। তারা ইতিমধ্যে পেছনের প্রায় অর্ধেক কাঠামো ভেঙে ফেলেছে; এর পিছনের পরিধি বাড়ানো হচ্ছে। পরিকল্পিত হোটেল ব্যবহারের উপযোগী করার জন্য এর উচ্চতা বাড়ানো হচ্ছে।

== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}

Go to Source


Posted

in

by

Tags: