তুলসী বৃন্দাবন

অঙ্গরাগ রায়: /* গুরুত্ব */

[[File:ಮನೆ_ಅಂಗಳ_ತುಳಸಿ_ಕಟ್ಟೆ.JPG|থাম্ব|ভারতের আঙ্গিনায় একটি তুলসী বৃন্দাবন (তুলসী মন্দির)।]]

”’তুলসী বৃন্দাবন”’ ( {{Lang-sa|तुलसीवृंदावन}} ) হল একটি ক্ষুদ্র মঞ্চ-সদৃশ পাথর বা সিমেন্টের বেদি যা ঐতিহ্যবাহী [[হিন্দু]] বাড়ির সম্মুখে রাখার প্রথা রয়েছে। এর দ্বারা পবিত্র [[তুলসী]] গাছের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। <ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=www.wisdomlib.org|তারিখ=2018-05-17|ভাষা=en|শিরোনাম=Tulasivrindavana, Tulasīvṛndāvana, Tulasi-vrindavana, Tulasivrimdavana: 7 definitions|ইউআরএল=https://www.wisdomlib.org/definition/tulasivrindavana|সংগ্রহের-তারিখ=2022-12-02|ওয়েবসাইট=www.wisdomlib.org}}</ref>

কাঠামোটি ”’তুলসী থারা”’ ( [[মালয়ালম ভাষা|মালয়ালম]] : തുളസിത്തറ), ”’তুলসী চৌরা”’ বা ”’তুলসী বৃন্দাবন”’ ( {{Lang-or|ତୁଳସୀ ଚଉରା}} ) , ”’তুলসী বৃন্দাবনম”’ ( {{Lang-ta|துளசி பிருந்தாவனம்}} ), এবং ”’তুলসী ব্রুন্দাবনম”’ ( [[তেলুগু ভাষা|তেলেগু]] : తులసి బృందావనం) ইত্যাদি নামে ভারতীয় আঞ্চলিক ভাষায় পরিচিত।

== গুরুত্ব ==

{{মূল নিবন্ধ|তুলসী (হিন্দুধর্ম)}}[[হিন্দু ধর্মগ্রন্থ|হিন্দু সাহিত্যে]] তুলসী বৃক্ষকে দেবী [[তুলসী (হিন্দুধর্ম)|তুলসী]] হিসাবে বর্ণনা করা হয়েছে। [[ব্রহ্মবৈবর্ত পুরাণ|ব্রহ্ম বৈবর্ত পুরাণের]] এক কিংবদন্তি অনুসারে, [[সরস্বতী (দেবী)|সরস্বতী]], [[গঙ্গা (দেবী)|গঙ্গা]] ও [[লক্ষ্মী]] ছিলেন [[বিষ্ণু|বিষ্ণুর]] তিন স্ত্রী। একবার ক্ষুব্ধ সরস্বতী ও গঙ্গার মধ্যে একটি তর্ক শুরু হয়। পরবর্তীতে তারা স্বামীর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করার অভিযোগে একে অপরকে অভিযুক্ত করেন। লক্ষ্মী তাদের উভয়কে শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু বচসা বাড়তে থাকে, এক পর্যায়ে তিনজন একে অপরকে পৃথিবীতে অবতারিত হওয়ার জন্য অভিশাপ দিয়েছিল: সরস্বতী ও গঙ্গা নদী হয়ে ওঠেন, আর লক্ষ্মী তুলসী বৃক্ষ রূপে অবতীর্ণ হন। <ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=_XrFh2S8nlEC&dq=vrinda+tulasi&pg=PA25|শিরোনাম=Mythology of Vishnu and His Incarnations|শেষাংশ=Varadpande|প্রথমাংশ=Manohar Laxman|তারিখ=2009|প্রকাশক=Gyan Publishing House|পাতাসমূহ=25|ভাষা=en|আইএসবিএন=978-81-212-1016-4}}</ref>

[[দেবীভাগবত পুরাণ|দেবী ভাগবত পুরাণের]] কিংবদন্তিতে, লক্ষ্মী নিজেকে রাজা ধর্মধ্বজের কন্যা তুলসী রূপে অবতারিত করেছিলেন। তিনি শঙ্কাচুড়কে বিয়ে করেছিলেন। শঙ্খচূড় ছিল দুষ্ট [[অসুর]] এবং [[কৃষ্ণ|কৃষ্ণের]] সখা [[সুদামা|সুদামার]] অবতার। [[শিব]] একটি যুদ্ধে শঙ্কাচুড়ের সাথে যুদ্ধ করেছিলেন। কিন্তু শঙ্খচূড় তার স্ত্রীর সতিত্বের কারণে অজেয় হয়েছিল। বিষ্ণু শঙ্খচুড়ের ছদ্মবেশ ধারণ করেন এবং তুলসীর সাথে প্রেম করেন যতক্ষণ না তুলসী বুঝতে পারেন যে তিনি একজন প্রতারক। যখন তুলসী বিষ্ণুকে অভিশাপ দিতে উদ্যত হলেন, বিষ্ণু তাকে তার স্ত্রী হিসাবে আসল পরিচয় জানিয়েছিলেন। যুদ্ধে শিব অসুরকে পরাজিত করতে সক্ষম হন। জড় জগৎ থেকে মুক্ত হয়ে, সুদামা [[গোলোক|গোলোকে]] প্রত্যাবর্তন করেন। এদিকে তুলসী তার পার্থিব রূপকে তুলসী বৃক্ষে রূপান্তরিত করেন ও [[বৈকুণ্ঠ|বৈকুণ্ঠে]] লক্ষ্মীরূপে বিষ্ণুর সাথে পুনরায় মিলিত হন। <ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=3j5KEAAAQBAJ&dq=tulasi+vishnu&pg=PT115|শিরোনাম=Narada Purana Part 1: English Translation only without Slokas|শেষাংশ=Books|প্রথমাংশ=Kausiki|তারিখ=2021-10-24|প্রকাশক=Kausiki Books|পাতাসমূহ=115|ভাষা=en}}</ref>

=== তুলসী বিবাহ ===
{{মূল নিবন্ধ|তুলসী বিবাহ}}[[তুলসী বিবাহ]] নামে পরিচিত একটি অনুষ্ঠান [[হিন্দু|হিন্দুধর্মাবলম্বীগণ]] [[প্রবোধিনী একাদশী]] ( [[কার্তিক]] শুক্লপক্ষের একাদশী চান্দ্র দিন) থেকে [[কার্তিক পূর্ণিমা|কার্তিক পূর্ণিমার]] মধ্যে সাধারণত একাদশ বা দ্বাদশ চান্দ্র দিবসে পালন করে থাকে। এটি দেবী [[তুলসী (হিন্দুধর্ম)|তুলসীর]] আনুষ্ঠানিক বিবাহ যেখানে তুলসী উদ্ভিদ [[বিষ্ণু|বিষ্ণুর]] প্রতীক [[শালিগ্রাম|শালগ্রামের]] ([[কৃষ্ণ]] বা [[রাম|রামের]] একটি প্রতিমূর্তি) সাথে শোভিত হন। বর – কন্যার আনুষ্ঠানিকভাবে পূজা করা হয়। তারপর ঐতিহ্যগত [[হিন্দু বিবাহ|হিন্দু বিবাহের]] রীতি অনুযায়ী বিবাহ দেওয়া হয়। এটি চার মাসের ( ”[[চতুর্মাস|চাতুর্মাস্য]] )” সমাপ্তিকালকে চিহ্নিত করে এবং বর্ষাকালের সাথে মিলে যায়। এই সময় বিবাহ ও অন্যান্য আচার-অনুষ্ঠানের জন্য অশুভ বলে বিবেচিত হয়। এই দিনটি [[ভারত|ভারতে]] বার্ষিক বিবাহ মরসুমের উদ্বোধন করে। <ref name=”Flood2003″>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=qSfneQ0YYY8C&pg=PA331|শিরোনাম=The Blackwell companion to Hinduism|শেষাংশ=Flood|প্রথমাংশ=Gavin D.|বছর=2001|প্রকাশক=Wiley-Blackwell|পাতা=331|আইএসবিএন=978-0-631-21535-6}}</ref> <ref>{{ওয়েব উদ্ধৃতি|তারিখ=2000-10-18|ভাষা=en-US|শিরোনাম=Tulsi Vivah|ইউআরএল=https://www.sanatan.org/en/a/113_tulsi-vivah.html|সংগ্রহের-তারিখ=2021-06-30|ওয়েবসাইট=Sanatan Sanstha}}</ref>
==চিত্রশালা==
<gallery>
File:തുളസി-തറ.JPG|[[কেরালা|কেরালায়]] তুলসী বৃন্দাবন; মালয়ালমে ”তুলসীত্তারা” বলা হয়।
File:Tulasi kota..jpg|একটি তেলেগু গৃহপ্রাঙ্গনে তুলসী বৃন্দাবন বা তুলসী কোট।
File:Thulasitthara.jpg|কেরালায় তুলসী বৃন্দাবন।
File:Tulsi Mancha at Radhamadhab Temple Arnab Dutta 2011.JPG|রাধামাধব মন্দিরের তুলসী মঞ্চ, [[পশ্চিম বঙ্গ]]।
File:Tulsi jai.jpg|গ্রাম্য গৃহে তুলসী মঞ্চ।
File:Aji 1976.jpg|একজন [[মহারাষ্ট্র|মহারাষ্ট্রীয়]] মহিলা তুলসীবৃক্ষে জলদান করছে(১৯৭০ সালে তোলা)
</gallery>
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}

[[বিষয়শ্রেণী:হিন্দুধর্মীয় পূজায় ব্যবহৃত সামগ্রী]]
[[বিষয়শ্রেণী:প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য]]
[[বিষয়শ্রেণী:হিন্দু প্রথা]]
[[বিষয়শ্রেণী:হিন্দুধর্মে বৃক্ষ]]
[[বিষয়শ্রেণী:ওড়িয়া সংস্কৃতি]]

Go to Source


Posted

in

by

Tags: