লেপ্টোটিন

Md.RI Raju: জলবিয়োজন শুরু, ক্রোমোজোম সংকুচিত ও পুরু হতে থাকে, ক্রোমোজোম গুলো আলোক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়,বোকে স্টেজ।

এখানে জলবিয়োজন শুরু হয় এবং ক্রোমোজোম গুলো চিকন সুতার ন্যায় সংকুচিত ও পুরু হতে থাকে। এখন ক্রোমোজোমগুলোকে আলোক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে। এ উপ ধাপে ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। প্রানিকোষে সেন্ট্রোমিয়ার গুলো একসাথে অবস্থান করে যেটা দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো এবং এটাকে বোকে স্টেজ বলে। প্রানিকোষের সেন্ট্রিওল দুটি পরস্পর থেকে পৃথক হয়ে অ্যাস্টার-রশ্মি গঠন করে।

Go to Source


Posted

in

by

Tags: