চেমটোবুরু

2409:40E1:3:F456:8000:0:0:0: ← নতুন পৃষ্ঠা: পুরুলিয়ার চেমটা বুরু পাহাড় বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী না কোনো নগর বা রাজধানীর উদ্দেশ্যে নয় এবার…

পুরুলিয়ার চেমটা বুরু পাহাড়
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী না কোনো নগর বা রাজধানীর উদ্দেশ্যে নয় এবার সোজা
পাড়ি দিলাম পুরুলিয়ার এক অজানা গ্রাম Chatatar Parri এখান থেকেই শুরু হয় পুরুলিয়ার Highest Peak চেমটা বুরু র যাত্রাপথ ।
তাই অফবিট পুরুলিয়ার এক প্রায় অচেনা বিউটি স্পট chemtaburu তে যাবার জন্য সকাল সকাল রওনা দিলাম শ্রীরামপুর থেকে borabhum Baghmundi পেরিয়ে এক্কেবারে jajahtu প্রায় 296
কিলোমিটার রাস্তা . রুক্ষ মাটি এখন বর্ষার ছোয়া লালচে আকাশে সাদা কালো মেঘের ভেলা মাঝখানে রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা আর দু পাশে
সবুজ গালচে পাতা অনন্য অনুভূতি । ঠিক বর্ষাকালেই যেন মানভূম তার মান ভাঙে এইভাবে প্রকৃতির শোভা নিতে নিতে প্রায় সকাল ছটায় বেরিয়ে বিকেল পৌঁছেগেলাম JAJAHATU । এখানেই রাত্রি বাস করলাম। সকাল-সকাল ব্রেকফাস্ট সঙ্গে গুছিয়ে নিয়ে তাই রওনা দিলাম Chatatar Parri গ্রামের উদ্দেশ্যে এখান থেকেchemtaburu উঠবার রাস্তা
শুরু । আমাদের স্কুটি সুদীপ এর বাড়িতে রেখে পথ চলা শুরু হল চেমটা বুরু অভিযানের । চেমটা বুরু উচ্চতা 712 মিটার এটি পুরুলিয়ার Highest Peak এপ্রসঙ্গে বলে রাখি এই পাহাড়ে
ওঠা নির্দিষ্ট কোনো পথ নেই জঙ্গল পাহাড় পেরিয়ে পাহাড়ের মাথায় উঠতে হয় । তাই local Guide নেওয়া অবশ্যই দরকার না হলে পথ চিনতে অসুবিধা হয় এবং পানীয় জলের
খুব কষ্ট তাই সঙ্গে পানীয় জল অবশ্যই ক্যারি করা উচিত কারণ উপরের কোন জলের ব্যবস্থা নেই । Murabhasa Dam পাশ দিয়ে পাহাড়-জঙ্গল পেরিয়ে শুরু হল পথ চলা .
এখানে দিনে-রাতে দুপুরের ময়ুর এর আনাগোনা থাকে এছাড়া হরিণ খরগোশের সজারু দেখতে পাওয়া যায় । আগে Striped hyena দেখা যেত । এখানে আমাদের Guide ছিল এই গ্রামের ছেলে সুদীপ সিং ক্লাস টেনে পড়ে বাকি 5 জন ছেলের মতোই অবসর সময়ে ক্ষেতের কাজ বা পশু পালন করে এখানকার জল কষ্ট ও বিদ্যুত হীনতা কে সাথী করে হাসিমুখে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে । আর মাঝে মাঝে গাইডের কাজও করে । সব বাধা পেরিয়ে যখন পাহাড়ের মাথায় এসে দাঁড়ালাম তখন ভিউ দেখে যে সব ক্লান্তি নিমেষে চলে গেল পাহাড়ের মাথায় আছে চেমটা বুরু ঠাকুরের স্থান এখানকার অধিবাসীরা যখনই জঙ্গলে জান সবাই ঠাকুর কে স্মরণ করে এখানে মাথা ঠেকান কারণ তাদের বিশ্বাস ঠাকুর তাদের বিপদে রক্ষা করবেন । উপর থেকে নিচে দেখা যায় খয়রাবেড়া ড্যাম এর নিচে জল পান্নাসবুজ জঙ্গলে ঘেরা চারপাশে দেখা যায় Gojaburuপাহাড় , Sindroliya পাহাড় ,Kritoniya পাহাড়, prokriya পাহাড় , bloom buru পাহাড় আরো কত পাহাড় । মুগ্ধ বিষয়ে বিভোর হয়ে গেলাম
এই টোটাল পাহাড় চড়তে প্রায় আড়াই থেকে 3 ঘন্টা সময় লাগে তাই যত সকালে সম্ভব পাহাড় চড়তে কষ্ট কম হয় আর নামতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা । আমরাও তাই পর্যাপ্ত সময় কাটিয়ে দুপুরের দিকে ফিরে এলাম জজহাতু । লায়েক,নরহারা,পাদড়ি,ল্যাকড়াকুঁদি,কুকি এই পঞ্চরত্ন নিয়েই জজহাতু । zaria sindhiya পাহাড় দিয়ে ঘেরা জজহাতু .পায়ে হেটে দেখে নেওয়া যায় ল্যাকড়াকুঁদি ও লায়েক ড্যাম ।

Go to Source


Posted

in

by

Tags: