Tondo (art)

মোহাম্মদ জনি হোসেন:

”’টন্ডো”’ (বহুবচনে “টন্ডি” অথবা “টন্ডোস”) হচ্ছে [[Renaissance art|রেনেসার]] সময়ের কলার এমন পদবাচ্য যা দিয়ে [[Circle|গোলাকার]] শিল্পকলাকে বুঝায়। যা হতে পারে [[painting|চিত্রাঙ্কন]] অথবা [[ভাস্কর্য]]। এই শব্দের উদ্ভব হয়েছে [[Italian language|ইতালীয়]] ”রোটোন্ডো” থেকে যার অর্থ “রাউন্ড” (গোলাকার)। তবে ইংরেজিতে এই পদবাচ্য ছোট গোলাকার চিত্রকর্মের জন্য প্রযোজ্য নয়। যেসব চিত্রকলার ব্যাস ন্যুনতম ৬০ সেমি (২ফিটের) বেশি সেসব চিত্রকলাকে টন্ডো বলা যেতে পারে। তবে চিত্রকর্ম যেহেতু দিমাত্রিক তলের উপর নির্মিত তার জন্য এই নিয়ম বলবৎ হলেও ভাস্কর্য যেহেতু ত্রিমাত্রিক, তাই ভাস্কর্যের আকার এই পরিমাপের থেকে ছোটও হলেও তাকে টণ্ডো শিল্পকর্ম বলা যেতে পারে।
==ইতিহাস==
[[বত্তিচেল্লি]] টণ্ডো ধারার অনেক চিত্রাঙ্কন করেছেন। এধরনের চিত্রকর্মে তিনি [[Madonna (art)|ম্যাডোনা]] এবং বিভিন্ন কাহিনীকে ফুটিয়ে তুলেছে।<ref>For example [https://www.nationalgallery.org.uk/paintings/sandro-botticelli-the-adoration-of-the-kings ”The Adoration of the Kings”], a tondo from about 1470-5 at the [[National Gallery]] in London.</ref> [[Michelangelo|মাইকেলেঞ্জেলো]] গোলাকার টন্ডো নিয়ে কাজ করেছেন। তিনি ভাস্কর্য এবং চিত্রাঙ্কন উভয় ক্ষেত্রেই টন্ডো ধারার কলা সৃষ্টিতে মুন্সিয়ানা দেখিয়েছেন। তার এরকম একটি কাজ ”[[Doni Tondo|ডনি টন্ডো]]” [[Uffizi|উফিজিতে]] প্রদর্শনের জন্য রাখা আছে। একইভাবে [[রাফায়েল]] নামক আরেকজন শিল্পীও টন্ডো নিয়ে কাজ করেছেন।
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
[[বিষয়শ্রেণী:চিত্রকর্ম]]

Go to Source


Posted

in

by

Tags: