Juyel Ahmed Liton: সম্প্রসারণ
== ইতিহাস ও নামকরণ ==
রবিরবাজার ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে অনেক পুরানো। উইকিপিডিয়ার একটি তথ্য অনুযায়ী ১৭৫৬ সালে মৌলভী রবি খা প্রতিষ্ঠিত প্রায় তিনশত বছরের পুরনো “রবির হাট” আজ বিশাল বাজারে পরিণত হয়েছে। তাই মৌলভী রবি খা এর নামানুসারেই এ বাজারের নাম শুরুতে দেয়া হয় রবির হাট । পরবর্তীতে রবির হাট থেকে রবিরবাজার করা হয়। <ref>{{সাময়িকী উদ্ধৃতি|তারিখ=2022-10-07|শিরোনাম=Prithimpassa Union|ইউআরএল=https://en.wikipedia.org/w/index.php?title=Prithimpassa_Union&oldid=1114559467|সাময়িকী=Wikipedia|ভাষা=en}}</ref>
== আয়তন-অবস্থান ==
উত্তর-দক্ষিণ দিকে প্রায় মাইলখানেক বিস্তৃত, পূর্ব-পশ্চিমে ছাড়িয়েছে ইউনিয়নের সীমানা। উত্তর-দক্ষিণে রবিরবাজারের আয়তন প্রায় তিন কিলোমিটারেরও বেশি, পূর্বে প্রায় এক কিলোমিটার ও পশ্চিমে বিজলি পর্যন্ত বেড়েই চলছে।
রবিরবাজার কুলাউড়া উপজেলার সবচেয়ে বড় পাইকারী ও খুচরা বাজার। রবিরবাজারে প্রায় ১৫০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এতে রয়েছে ব্যাংক, বিমা, এনজিও প্রতিষ্ঠান সহ নানা অফিসসমূহ। দু’টি ডায়গনস্টিক সেন্টার ও ১টি কমিউনিটি ক্লিনিক সহ বহু ডাক্তার এবং ফার্মেসী। এই বাজার খাসিয়া পান, ফার্নিচার ও কুটির শিল্পের জন্য প্রসিদ্ধ। <ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=Liton|প্রথমাংশ=Juyel Ahmed|তারিখ=|ভাষা=en-US|শিরোনাম=কুটির শিল্প ও ফার্নিচার শিল্পে সমৃদ্ধ রবিরবাজার|ইউআরএল=https://probangla.com/rabirbazar/|সংগ্রহের-তারিখ=2022-10-11|ওয়েবসাইট=প্রোবাংলা}}</ref>
বিপুল পরিমাণে সবজি, ফল, মাছের ব্যবসা হয়ে থাকে এখানে। এছাড়াও রয়েছে কামারপট্টি, কুমারের জিনিসপত্র। হার্ডওয়্যার, স্যানিটারি, ইলেট্রিক, ইলেক্ট্রনিকস শপ, অনলাইন সংক্রান্ত কাজের এবং প্রিন্ট মিডিয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি কম্পিউটার দোকান। তাছাড়া ফার্মের মুরগি, জুতা, জামা কাপড়ের বিশাল বিশাল দোকান। এখানে সাপ্তাহিক বাজার বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার। এ দুই দিনে গরু, ছাগল, দেশি মোরগ, কবুতর ইত্যাদি পাওয়া যায়। <ref>{{ওয়েব উদ্ধৃতি|তারিখ=2022-01-25|ভাষা=en-US|শিরোনাম=রবিরবাজার “উপজেলা” সময়ের দাবী|ইউআরএল=https://www.banglakagojnews.com/archives/867|সংগ্রহের-তারিখ=2022-10-11|ওয়েবসাইট=BanglaKagojNews বাংলা কাগজ}}</ref>
== বাণিজ্যিক প্রতিষ্ঠান ==
মৌলভীবাজার জেলার তথা কুলাউড়া উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে এখানে অনেক বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তন্মধ্যে অগ্রণী ব্যাংক লিঃ, পূবালী ব্যাংক লিঃ, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকের অফিস রবিরবাজারে অবস্থিত। ব্র্যাক এনজিও, আশা এনজিও, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, পাঁতাকুঁড়ি, আগ্রহ উন্নয়ন সংস্থা অবস্থিত। তাছাড়া প্রচেষ্টা এনজিও এর হেড অফিস এখানে অবস্থিত। ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক ও ইসলামী ব্যাংকের এজেন্ট অফিস এখানে রয়েছে। বেশ কয়েকটি ট্রাভেলসও রয়েছে রবিরবাজারে।
== ঐতিহ্য ==
পৃথিমপাশা ইউনিয়নের মধ্যে অবস্থিত রবিরবাজার কুলাউড়া উপজেলার বৃহৎ একটি বাজার। লংলা পরগনার রাজধানীও বলা হয় রবিরবাজারকে। রবিরবাজারের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ৬টি ইউনিয়ন- পৃথিমপাশা, কর্মধা, রাউৎগাঁও, টিলাগাঁও, হাজিপুর ও শরিফপুর। অত্র এলাকার বাসিন্দা ব্যতিত সমগ্র দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটে এই বাজারে। বিশেষ করে কাঁচা বাজার, কুটির শিল্প ও ফার্নিচারের জন্য বিখ্যাত এব বাজার। আপনি বাজারে প্রবেশ করার পর বুঝতে পারবেন না যে, এখন রাত নাকি দিন। কারণ এখানে ক্রেতা বিক্রেতার সমাগম দিবা-রাত্রি প্রায় সমান। বর্তমান সময়ে গভীর রাতের ব্যবসা চাহিদাটা ক্রমশ কমছে।
== ঐতিহ্যবাহী মসজিদ ==
ঐতিহ্যাবাহী রবিরবাজার জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা পৃথিমপাশা গ্রামের ছোট সাহেব বাড়ীর বেগম তালিব-উন নিসা খাতুন। রবিরবাজার জামে মসজিদ এ বাজারকে পরিচিত করেছে দেশ ও বিদেশে। রবিরবাজার জামে মসজিদ সর্বজন প্রিয়। তাই প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন রবিরবাজার মসজিদে। প্রতি সপ্তাহে এ মসজিদের দান বাক্স খুলে পাওয়া যায় সোনা, রোপা, বিভিন্ন দেশের মুদ্রা ও টাকা মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকা। এ মসজিদে প্রায় ১০ হাজার মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন। রবিরবাজার মসজিদটি এ বাজারের বিশাল আয়তন জুড়ে রয়েছে। এ মসজিদের জমানো টাকার লভ্যাংশ দিযে এলাকার বিভিন্ন মসজিদের শৌচাগার নির্মানের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ভাষা=en|শিরোনাম=রবিরবাজার জামে মসজিদ|ইউআরএল=https://samakal.com/todays-print-edition/tp-lokaloy/article/1605214630|সংগ্রহের-তারিখ=2022-10-11|ওয়েবসাইট=SAMAKAL}}</ref> <ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ-রবিরবাজার|ইউআরএল=http://prithimpassaup.moulvibazar.gov.bd/bn/site/tourist_spot/dfKi-%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6|সংগ্রহের-তারিখ=2022-10-11|ওয়েবসাইট=prithimpassaup.moulvibazar.gov.bd}}</ref> <ref>{{ওয়েব উদ্ধৃতি|তারিখ=2013-10-13|ভাষা=en-US|শিরোনাম=ব্যতিক্রমি এই মসজিদের নাম মৌলভীবাজারের রবিরবাজার জামে মসজিদ|ইউআরএল=https://www.patakuri.com/1437/|সংগ্রহের-তারিখ=2022-10-11|ওয়েবসাইট=পাতাকুঁডির দেশ}}</ref>
== শিক্ষা ==
পিছিয়ে নয় শিক্ষার দিক থেকে, রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে কিন্ডার গার্টেন স্কুল সহ ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি একাডেমিক স্কুল, একটি বালিকা স্কুল, একটি স্কুল এন্ড কলেজ (আলী আমজদ স্কুল এন্ড কলেজ) রয়েছে ১টি মাদ্রাসা (দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা রবিরবাজার) ও একটি ডিগ্রি কলেজ (লংলা আধুনিক ডিগ্রি কলেজ)।
== যোগাযোগ ==
ট্রেনযোগে ঢাকা থেকে কুলাউড়া রেলওয়ে স্টেশনে নেমে যান। তারপর কুলাউড়া থেকে বাসযোগে অথবা সিএনজি তে রবিরবাজারে আসা যায়। উল্লেখ্য আবশ্যক, মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় ৪৭ কিলোমিটার পূর্বে এই রবিরবাজার।
== তথ্য সূত্র ==