Yahya: Yahya ৫ মে শাপলা চত্বর ট্রাজেডি পাতাটিকে ব্যবহারকারী:BEnjOhiR/৫ মে শাপলা চত্বর ট্রাজেডি শিরোনামে কোনো পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর করেছেন: নিবন্ধের নাম বিশ্বকোষীয় নয়। নিবন্ধের প্রায় সব তথ্য হেফাজতে ইসলাম ও অপারেশন সিকিউর শাপলা নিবন্ধে আছে। ব্যবহারকারী নামস্থানে পাতাটির উন্নয়ন করুন। পরে আলাদা নিবন্ধের যোগ্যতা অর্জন করলে মূল নামস্থানে স্থানান্তর করা যাবে।
শাপলা চত্বর ট্রাজেডি বলতে ২০১৩ সালের ৫ মে [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[রাজধানী]] [[ঢাকা|ঢাকার]] মতিঝিল এলাকায় অবস্থিত [[শাপলা চত্বর|শাপলা চত্বরে]] সংঘটিত একটি বিশেষ ঘটনাকে বোঝায়। তখন অরাজনৈতিক [[ইসলামি পরিভাষাকোষ|ইসলামি]] দল [[হেফাজতে ইসলাম বাংলাদেশ]] ১৩ দফা দাবি নিয়ে [[ঢাকা]] অবরোধ করলে তৎকালীন ক্ষমতাসীন সরকারের নির্দেশে যৌথবাহিনী [[অপারেশন সিকিউর শাপলা]] নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করলে উক্ত ট্রাজেডি সংঘটিত হয়। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ভাষা=bn|শিরোনাম=হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ, সমাবেশের প্রস্তুতি – BBC Bangla – খবর|ইউআরএল=http://www.bbc.co.uk/bengali/news/2013/05/130505_sak_hefazot_dhaka_siege.shtml|সংগ্রহের-তারিখ=2022-10-16|ওয়েবসাইট=www.bbc.co.uk}}</ref> <ref>{{ওয়েব উদ্ধৃতি|তারিখ=2013-05-05|ভাষা=bn|শিরোনাম=ঢাকা অবরোধ হেফাজতের: আশঙ্কা-আতঙ্ক|ইউআরএল=https://www.banglanews24.com/national/news/bd/193905.details|সংগ্রহের-তারিখ=2022-10-16|ওয়েবসাইট=banglanews24.com}}</ref>হেফাজতের ইসলামের নেতৃবৃন্দ উক্ত অপারেশনকে [[গণহত্যা]] হিসেবে আখ্যায়িত করলেও ক্ষমতাসীন সরকার সর্বদা তা অস্বীকার করে গেছে। মানবাধিকার সংস্থা [[হিউম্যান রাইটস ওয়াচ|হিউম্যান রাইটস ওয়াচ]] নিরীহ জনগণের ওপর যৌথবাহিনীর অনৈতিক বলপ্রয়োগের প্রমাণ পেলেও গণহত্যার কোনো প্রমাণ পায়নি। <ref>{{ওয়েব উদ্ধৃতি|তারিখ=2013-08-01|ভাষা=bn|শিরোনাম=’গণহত্যা’র প্রমাণ মেলেনি: হিউম্যান রাইটস ওয়াচ|ইউআরএল=https://www.bbc.com/bengali/news/2013/08/130801_pg_bangladesh_hrw_report|সংগ্রহের-তারিখ=2022-10-16|ওয়েবসাইট=BBC News বাংলা}}</ref>
তথ্যসূত্র