হরিদাস শাস্ত্রী

অঙ্গরাগ রায়: /* প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন */অনুচ্ছেদ যুক্তকরণ

{{বৈষ্ণবধর্ম}}
”’শ্রী হরিদাস শাস্ত্রী”’ (১৯১৮-২০১৩) একজন ভারতীয় [[গৌড়ীয় বৈষ্ণববাদ|গৌড়ীয় বৈষ্ণব]] পণ্ডিত এবং অনুশীলনকারী ছিলেন। <ref name=”:0″>{{বই উদ্ধৃতি|শিরোনাম=Sri Guru Darsanam|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=2015|প্রকাশক=Shri Haridas Shastri Goseva Sansthan|পাতাসমূহ=|আইএসবিএন=978-81-929328-0-4}}</ref> একজন বিশিষ্ট [[সংস্কৃত ভাষা|সংস্কৃত]] পণ্ডিত হিসেবে <ref name=”:1″>{{বই উদ্ধৃতি|শিরোনাম=Śrī Guru Smaraṇam|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=2014|প্রকাশক=|পাতাসমূহ=|আইএসবিএন=}}</ref> তিনি ষাটটিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি গৌড়ীয় সংস্কৃত বইয়ের অনুবাদ এবং সেগুলির উপর তাঁর নিজস্ব ভাষ্য। তাঁর মূল রচনাগুলির মধ্যে অত্যন্ত সম্মানিত গ্রন্থ রয়েছে, যেমন, বেদান্ত-দর্শনম ভাগবত ভাষ্যোপেটম্, তাঁর স্বকৃত অনুবাদ-সহ- ষট সন্দর্ভের ভাষ্য এবং [[চৈতন্যভাগবত|শ্রী-চৈতন্য-ভাগবত]], [[চৈতন্যচরিতামৃত|শ্রী-চৈতন্য-চরিতামৃত]], [[চৈতন্যমঙ্গল|চৈতন্যমঙ্গল-এর]] লিপ্যন্তর। [[ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়|ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের]] জনাথন এডেলম্যান শাস্ত্রীকে “তর্কাতীতভাবে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রসিদ্ধ এবং সুশিক্ষিত গৌড়ীয় বৈষ্ণব “অভ্যন্তরীণ” পণ্ডিত এবং “অধিক পরিচিত গৌড়ীয়-মঠ এবং ইসকন থেকে আলাদা একটি কণ্ঠ” বলে অভিহিত করেছেন। <ref name=”:3″>{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ=Edelmann|প্রথমাংশ=Jonathan|তারিখ=2014|শিরোনাম=Book Review of Jīva Gosvāmin. Śrī Bhagavat Sandarbha: God—His Qualities, Abode and Associates. Sanskrit Text with English Translation and Jīva-toṣaṇī Commentary. Translated and edited by Satyanarayana Dasa. Vrindavan, India: Jiva Institute of Vaishnava Studies.|পাতাসমূহ=78}}</ref> তাঁর শিষ্যদের মধ্যে বিশিষ্ট হলেন গৌড়ীয় পণ্ডিত ও অনুশীলনকারী [[সত্যনারায়ণ দাস|ডক্টর সত্যনারায়ণ দাস]]। <ref name=”:3″ />

== প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন ==

শ্রীহরিদাস শাস্ত্রী ১৯১৮ সালে [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] রোপায় শ্রীমতি সুশীলা দেবী এবং শ্রীঅভয়চরণ চট্টোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব নাম ছিল ফণীন্দ্র নাথ। ১৯৩৩ সালে, তিনি [[মথুরা]] যাত্রা করেন, যেখানে তিনি পণ্ডিত বাবা শ্রী রাম কৃষ্ণদাসজির তত্ত্বাবধানে বাস করতেন। <ref name=”:1″>{{Cite book|title= Śrī Guru Smaraṇam|last=|first=|publisher=|year=2014|isbn=|location=Vrindavan|pages=}}</ref>

পণ্ডিত বাবা তাঁর একমাত্র বেশ শিষ্য শ্রী বিনোদ বিহারী গোস্বামীকে ফণীন্দ্র নাথের গুরু হিসেবে বেছে নিয়েছিলেন। ফণীন্দ্র শ্রী বিনোদ বিহারী গোস্বামীর কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং হরিদাস নামে তাঁর শিষ্য হন। এক বছর পর, শ্রী হরিদাস তাঁর কাছ থেকে বাবাজী-বেষ দীক্ষা লাভ করেন। তিনি তাঁর গুরুর সাথে বাস করতেন এবং অত্যন্ত ভক্তি সহকারে তাঁর সেবা করতেন। তিনি কয়েক বছর ধরে তাঁর গুরুর নিকটে থেকে গৌড়ীয় বৈষ্ণব দর্শন অধ্যয়ন করেন। তার গুরুর কাছ থেকে অধ্যয়ন করার পাশাপাশি, তিনি বৃন্দাবনের অন্যান্য বিখ্যাত পণ্ডিত, যেমন পণ্ডিত অমোলাক্রম শাস্ত্রী এবং ধনঞ্জয় দাসের কাছেও অধ্যয়ন করেন।

পরে, তার গুরুর নির্দেশে, শ্রী হরিদাস তারপর [[কাশী|বেনারস]] যান যেখানে তিনি বারো বছর ভারতীয় দর্শন অধ্যয়ন করেন। তিনি [[ভারতীয় দর্শন]] এবং ধর্মতত্ত্বের ষড় দর্শন কভারিং করে নয়টি স্নাতক ডিগ্রি এবং তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বেনারসের শীর্ষস্থানীয় পণ্ডিত, যেমন বামাচরণ শাস্ত্রী এবং হরেরাম শাস্ত্রীর অধীনে অধ্যয়ন করেছিলেন।

তাঁর বিভিন্ন ডিগ্রী তাঁর বইগুলিতে তালিকাভুক্ত করা হয়েছে (উদাহরণস্বরূপ, <ref>{{Cite book|title= Sāhitya Kaumudi |last=|first=|publisher= Śrī Gadādhara Gaurahari press |year=2008|isbn=|location=Vrindavan|pages=}}</ref>): কাব্য-তীর্থ, ব্যাকরণ-তীর্থ, সাংখ্য-তীর্থ, মীমাংসা-তীর্থ, বেদান্ত-তীর্থ, বৈশেষিক-তীর্থ, নব্য-ন্যায়-শাস্ত্রী, নব্য-ন্যায়াচার্য, তর্ক-তীর্থ (প্রত্যক্ষ), তর্ক-তীর্থ (অনুমান), তর্ক-তীর্থ (শব্দ) এবং বৈষ্ণব-দর্শন-তীর্থ।

তিনি ১৯৬৫ সালে [[বৃন্দাবন|বৃন্দাবনের]] কালীয়দহে শ্রী হরিদাস নিবাস আশ্রম প্রতিষ্ঠা করেন। <ref name=”:1″ /> এই আশ্রমের কেন্দ্রে [[চৈতন্য মহাপ্রভু|শ্রী চৈতন্য মহাপ্রভু]] এবং [[গদাধর পণ্ডিতা|শ্রী গদাধর পণ্ডিত]] বিগ্রহ শোভিত বৃন্দাবনের প্রথম প্রধান মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল।

== পরম্পরা ==

শ্রী হরিদাস শাস্ত্রী ছিলেন গদাধর পরিবারের অন্তর্গত। <ref name=’:3’/>গদাধর পরিবার হল গুরু-শিষ্যের একটি পরম্পরা যা [[গদাধর পণ্ডিত|শ্রী গদাধর পণ্ডিতের]] থেকে উদ্ভূত হয়েছে। <ref>{{cite web |url=http://sriharidasniwas.org/index.php/sri-guru-parampara/our-guru-shishya-parampara.html |title=Our Guru Shishya parampara|last=|first=|publisher= |date= |website=sriharidasniwas.org |access-date=November 1, 2017}}</ref> শ্রী গদাধর পণ্ডিত শ্রী ভুগর্ভ গোস্বামী সহ বেশ কিছু শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন। শ্রী হরিদাস শাস্ত্রী শ্রী ভূগর্ভ গোস্বামীর পরম্পরার অন্তর্গত।

Go to Source


Posted

in

by

Tags: