চ্যাম্পিয়ন স্টার ১:
”’সেসক্যুইঅক্সাইড”’ হল একধরনের [[অক্সাইড]] যৌগ যাতে কোনো [[মৌল]] বা [[মুক্ত মূলক|মূলক]] [[অক্সিজেন|অক্সিজেনের]] সাথে ২:৩ অনুপাতে অবস্থান করে। যেমন [[অ্যালুমিনিয়াম অক্সাইড]] {{chem2|Al2O3}}, [[ফসফরাস(III) অক্সাইড]] {{chem2|P4O6}}।
এই অক্সাইড গুলির বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেনের সাথে ধাতু যুক্ত হয় যাদের জারণ সংখ্যা +৩ হয় (যেমন Al, Fe ইত্যাদি)। সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা হয় -২।
[[ক্ষার ধাতু]] কর্তৃক নির্মিত সেসক্যুইঅক্সাইডগুলি ব্যতিক্রমী হয়ে থাকে কারণ এতে অক্সিজেন [[পারক্সাইড]] {{chem2|O2(2-)}} বা [[সুপারঅক্সাইড]] {{chem2|O2-}} রূপে বর্তমান থাকে। যেমন [[রুবিডিয়াম সেসক্যুইঅক্সাইড]] {{chem2|Rb4O6}} বা {{chem2|(Rb+)4(O2(2-))(O2-)2}}।
অধাতু ও ধাতুকল্প কর্তৃক নির্মিত সেসক্যুইঅক্সাইড সাধারণত সমযোজী যৌগ হওয়ার জন্য এখানে জারণ সংখ্যার বিচ্যুতি লক্ষ্যণীয়। যেমন [[বোরন ট্রাইঅক্সাইড]] {{chem2|B2O3}}, [[ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড]] {{chem2|N2O3}}।
[[বিরল মৃত্তিকা মৌল]] কর্তৃক নির্মিত সেসক্যুইঅক্সাইডগুলি তিন ধরনের কেলাস সৃষ্টি করে, যথাক্রমে: হেক্সাগোনাল, মনোক্লিনিক ও বডি-সেন্টার্ড কিউবিক।<ref>{{cite book | last=Eyring | first=LeRoy | last2=Holmberg | first2=Bo | title=Advances in Chemistry | chapter=Ordered Phases and Nonstoichiometry in the Rare Earth Oxide System | publisher=American Chemical Society | publication-place=Washington, D. C. | date=1963-01-01 | isbn=978-0-8412-0040-1 | issn=0065-2393 | doi=10.1021/ba-1964-0039.ch004 | pages=46–57}}</ref><ref>{{cite journal | last=Marezio | first=M. | title=Refinement of the crystal structure of In2O3 at two wavelengths | journal=Acta Crystallographica | publisher=International Union of Crystallography (IUCr) | volume=20 | issue=6 | date=1966-11-01 | issn=0365-110X | doi=10.1107/s0365110x66001749 | pages=723–728}}</ref>
==সেসক্যুইঅক্সাইডের তালিকা==
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
[[বিষয়শ্রেণী:সেসক্যুইঅক্সাইড]]
[[বিষয়শ্রেণী:অক্সাইড]]
Go to Source