শকুন্তলা (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 2গ্রন্থ)

রাখি আক্তার: বিষয়বস্তু যোগ

কালিদাসের’অভিজ্ঞান শকুন্তলম’নামক সংস্কৃত নাটক থেকে অনুবাদ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা গ্রন্থটি রচনা করেন।শকুন্তলা গ্রন্থটি ১৮৫৪ সালে প্রকাশিত হয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অসাধারণ নৈপুণ্যের সাথে কালিদাসের নাটক থেকে এ গ্রন্থটিকে আখ্যানে রূপান্তরিত করেছেন।শকুন্তলা বিদ্যাসাগরের মধুর রসের রচনা।এ গ্রন্থের রচনারীতি অনেক প্রাঞ্জল মধুর।
এ গ্রন্থে বিদ্যাসাগরের কথাভাষার ব্যবহার,পদবিন্যাসরীতি,যতিচিহ্নের ব্যবহার সম্পূর্ণ নিজস্ব।তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা অনুবাদমূলক রচনা হওয়া সত্ত্বেও উৎকৃষ্ট মৌলিক রচনার মতোই স্বকীয়তামন্ডিত বলে অনুভূত হয়।

তাছাড়া এগ্রন্থে ভাষার আলঙ্কারিক রূপ সহজেই দৃষ্টিগোচর হয়।যেমন:
ক.”বুঝিলাম,আজ উদ্যালতা,সৌন্দর্যগুনে বনলতার নিকট পরাজিত হইল।”
খ.”এক মধুকর মাধবীলতার অভিনব মুকুলে মধুপান করিতেছিল।”

Go to Source


Posted

in

by

Tags: