রান্নামারি

Ashiq Shawon: নতুন নিবন্ধন : উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ -এর জন্য ইংরেজি Rannamaari হতে অনুবাদ

{{কাজ চলছে/এশীয় মাস}}

”’রান্নামারি”’ হলো [[মালদ্বীপ]]ের লোককাহিনীর এক সামুদ্রিক দানব। লোককাহিনী মতে, এটি হাজার হাজার তরুণীকে ধর্ষণ ও হত্যা করেছে বলে বিশ্বাস করা হয়। এটি তাল গাছের চেয়ে লম্বা বলা হয়, পিচের মতো কালো বর্ণের এবং পায়ের আঙ্গুল পর্যন্ত সুদীর্ঘ বাহু বিশিষ্ট এক কল্পিত চরিত্র। গল্প-গাঁথা অনুসারে, দ্বীপবাসীরা একত্রিত হয়ে একটি তন্ত্র-অনুষ্ঠানের আয়োজন করতো যেখানে তারা দ্বীপের সবচেয়ে সুন্দরী মহিলাকে তুলে নিয়ে রান্নামারীর জন্য সমুদ্র সৈকতে রেখে আসতো যেন সে অন্য মহিলাদের অপহরণ করা থেকে বিরত থাকে। এই আচারের মাধ্যমে, রান্নামারি বাকি মহিলাদের অপহরণ করা হতে বিরত থাকতো।

Go to Source


Posted

in

by

Tags: