মেট্রিক উপসর্গ

Sbb1413:

”’মেট্রিক উপসর্গ”’ একধরনের [[এককের উপসর্গ|উপসর্গ]] যা কোনো পরিমাপের মৌলিক এককের আগে যুক্ত হয়ে এককের [[গুণিতক]]কে চিহ্নিত করে। বর্তমানের সমস্ত মেট্রিক উপসর্গ [[দশমিক পদ্ধতি]] অনুসরণ করে। প্রত্যেক উপসর্গের আলাদা চিহ্ন বর্তমান যা যেকোনো এককের চিহ্নের আগে যোগ করা যায়। উদাহরণস্বরূপ, ”[[কিলো-]]” উপসর্গকে [[গ্রাম (একক)|গ্রাম]] এককের সঙ্গে যুক্ত করলে এটি গ্রামকে ১,০০০ দিয়ে গুণ বোঝায়, সুতরাং এক [[কিলোগ্রাম]] ১,০০০ গ্রামের সমান। একইভাবে, ”[[মিলি-]]” উপসর্গকে [[মিটার]] এককের সঙ্গে যুক্ত করলে এটি গ্রামকে ১,০০০ দিয়ে ভাগ বোঝায়, সুতরাং এক [[মিলিমিটার]] {{frac|১|১,০০০}} মিটারের সমান।

দশমিক গুণিতক উপসর্গগুলি সমস্ত প্রকারের [[মেট্রিক পদ্ধতি]]র এক বৈশিষ্ট্য, এবং এদের মধ্যে ৬টি উপসর্গ ১৭৯০-এর দশকে মেট্রিক ব্যবস্থার সূচনার সময়কার। মেট্রিক নয় এমন এককের জন্যও এই মেট্রিক উপসর্গগুলি ব্যবহার করা হয়। ”’এসআই উপসর্গ”’ হচ্ছে [[আন্তর্জাতিক একক পদ্ধতি]]তে (এসআই) ব্যবহার করার জন্য ১৯৬০ থেকে ২০২২-এর বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে [[ইন্টারন্যাশনাল বুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স]] (বিআইপিএম) দ্বারা প্রমিত মেট্রিক উপসর্গ।<ref>{{cite web |title=SI brochure, section 3.1 |url=http://www.bipm.org/en/si/prefixes.html |archive-url=https://web.archive.org/web/20140912222624/http://www.bipm.org/en/si/prefixes.html |archive-date=12 September 2014 |access-date=13 June 2023 |publisher=Bipm.org}}</ref><ref>{{cite web |last=The General Conference on Weights and Measures |date=18 November 2022 |title=List of Resolutions for the 27th meeting of the General Conference on Weights and Measures |url=https://www.bipm.org/documents/20126/64811223/Resolutions-2022.pdf/281f3160-fc56-3e63-dbf7-77b76500990f |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230613084209/https://www.bipm.org/documents/20126/64811223/Resolutions-2022.pdf/281f3160-fc56-3e63-dbf7-77b76500990f |archive-date=13 June 2023 |access-date=13 June 2023}}</ref>

==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}

[[বিষয়শ্রেণী:সংখ্যাপদ্ধতি]]
[[বিষয়শ্রেণী:মেট্রিক পদ্ধতি]]

Go to Source


Posted

in

by

Tags: