Arabi Abrar: “Mitra Cinema Hall, Calcutta” পাতাটির সূচনা অনুচ্ছেদ অনুবাদ করে তৈরি করা হয়েছে
”’মিত্র,”’ [[কলকাতা|কলকাতার]] [[হাতিবাগান|হাতিবাগানের]] [[বিধান সরণি|বিধান সরণিতে]] অবস্থিত মিনার সিনেমা হলের বিপরীতে একটি একক পর্দার থিয়েটার ছিল। এটি বীরেন্দ্র নাথ সরকারের অধীনে “চিত্রা সিনেমা” হিসাবে ১৯৩১ সালে উত্তম কুমার-অভিনীত ‘[[দেনা পাওনা|দেনা পাওনা’]] -এর স্ক্রিনিংয়ের মাধ্যমে কাজ শুরু করে। ১৯৬৩ সালে হেমন্ত কৃষ্ণ মিত্রের দখলে থিয়েটারটির নাম পরিবর্তন করে মিত্র রাখা হয়। থিয়েটারটি 88 বছর পর ব্যবসার জন্য বন্ধ ছিল।