বাণী রায়

Lakshmikanta Manna:


{{তথ্যছক লেখক
| নাম = বাণী রায়
| চিত্র =
| alt = বাণী রায়
| চিত্রের_আকার =
| শিরোলিপি =
| স্থানীয়_নাম =
| জন্ম_তারিখ = {{জন্ম তারিখ|১৯১৮|১১|০৫}}
| জন্ম_স্থান = পেঁচাখোলা [[পাবনা]], [[ব্রিটিশ ভারত]] ( বর্তমানে [[বাংলাদেশ]])
| মৃত্যু_তারিখ = {{মৃত্যু তারিখ ও বয়স|১৯৯২|১০|১৬|১৯১৮|১১|০৫}}
| মৃত্যু_স্থান = [[কলকাতা]] [[পশ্চিমবঙ্গ]]
| ছদ্মনাম =
| পেশা = অধ্যাপনা, কবি ও সাহিত্যিক
| ভাষা = [[বাংলা ভাষা|বাংলা]]
| বাসস্থান =
| জাতীয়তা = [[ভারতীয়]]
| নাগরিকত্ব =
| শিক্ষা =
| শিক্ষা_প্রতিষ্ঠান = [[আশুতোষ কলেজ]]<br/>[[কলকাতা বিশ্ববিদ্যালয়]]
| সময়কাল =
| উল্লেখযোগ্য_রচনাবলি=
| পুরস্কার =
| দাম্পত্যসঙ্গী =
| সন্তান =
| স্বাক্ষর=
| ওয়েবসাইট =
}}

”’বাণী রায়”’ (৫ নভেম্বর ১৯১৮ – ১৬ অক্টোবর ১৯৯২) ছিলেন বিশিষ্ট [[ভারতীয় বাঙালি]] কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক। <ref name=”সংসদ”> অঞ্জলি বসু সম্পাদিত, ”সংসদ বাঙালি চরিতাভিধান”, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ২৪৬,২৪৭, {{আইএসবিএন|978-81-7955-292-6}}</ref><ref name=”সাহিত্যসঙ্গী”>{{cite book |title=সংসদ বাংলা সাহিত্যসঙ্গী | publisher= সাহিত্য সংসদ, কলকাতা | author= [[শিশির কুমার দাশ]] | year=২০১৯ | pages=১৪২ | আইএসবিএন =978-81-7955-007-9|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ }}</ref>

==জন্ম ও প্রারম্ভিক জীবন==
বাণী রায়ের জন্ম [[ব্রিটিশ ভারত | ব্রিটিশ ভারতের]] অধুনা [[বাংলাদেশ |বাংলাদেশের]] পাবনা জেলার পেঁচাখোলা গ্রামে। পিতা আইনজীবী পূর্ণচন্দ্র রায় এবং মাতা সুলেখিকা [[গিরিবালা দেবী]] (১৮৯১-১৯৮৩)। স্বাধীনতার আগেই তিনি কলকাতায় চলে আসেন। ১৯৩২ খ্রিস্টাব্দে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় থেকে কুড়ি টাকা বৃত্তি নিয়ে ম্যাট্রিক পাশ করেন। পরে [[আশুতোষ কলেজ]] থেকে আই.এ এবং ১৯৩৬ খ্রিস্টাব্দে ইংরাজীতে অনার্সসহ বি.এ পাশ করেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে এম.এ পাশ করেন।

==কর্মজীবন ও সাহিত্যকর্ম ==

এম.এ পাশের পর তিনি কিছুদিন সরকারি প্রচার বিভাগে কাজ করেন। তারপর তিনি প্রথমে কলকাতার চারুচন্দ্র কলেজ ও পরে মুরলীধর কলেজে ইংরাজী ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেন।

কলেজে ছাত্রবস্থাতে তিনি লেখালেখি শুরু করেন এবং সেগুলি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। একাধারে কবি ও সাহিত্যিক হিসাবে অচিরে পরিচিতি লাভ করেন। তার রচনায় নারীজীবনের কামনা, প্রেম, আশাভঙ্গের মর্মান্তিক বেদনা, পরিতৃপ্তির সাফল্য উপস্থাপিত হয়েছে। সমালোচনার ভ্রূকুটি সহ্য করে নিজস্ব ভাষা শৈলিতে ও রচনা ভঙ্গির স্পষ্টতায় অচেনা নারীজগতের কথা বিবৃত করেছেন। আই.এ পরীক্ষা পাশের পরই তিনি ”প্রেম” উপন্যাস রচনা শুরু করেন তবে শেষ করেন ১৯৪১ খ্রিস্টাব্দে। উপন্যাসটির কিছু অংশ [[সজনীকান্ত দাস | সজনীকান্ত দাসের]] [[শনিবারের চিঠি| শনিবারের চিঠিতে]] প্রকাশিত হলে সমকালের সমালোচনায় পাঠক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়। শেষে [[মোহিতলাল মজুমদার| মোহিতলাল মজুমদারের]] নির্দেশে পরবর্তী অংশের প্রকাশ বন্ধ হয়। কিন্তু পরের বছরেই তার উপন্যাসখানি গ্রন্থাকারে প্রকাশিত হয় অসংশোধিতভাবেই।<ref name=”soi”>{{ ওয়েব উদ্ধৃতি| শিরোনাম = বাণী রায়ঃ জন্মশতবর্ষে| ইউআরএল =http://www.soicreativewomen.org/soi-sabud-soi-mela-boi-mela-2018-issue/112-bani-ray-sudakshina-ghosh.html| সংগ্রহের-তারিখ =২০২২-১০-১৭}}</ref>
তার রচিত প্রথম কবিতা সংকলনের গ্রন্থ ”জুপিটার” প্রকাশিত হয় ১৯৪৩ খ্রিস্টাব্দে। কাব্যগ্রন্থটি বহু বছর ধরে [[দিল্লি বিশ্ববিদ্যালয়| দিল্লি বিশ্ববিদ্যালয়ের]] কলেজ পাঠ্য তালিকায় ছিল। বিদেশি সাহিত্যের প্রভাব তার রচনার মধ্যে ছিল। কেননা তার রচনায় অনেক পাশ্চাত্য উপমা, রূপকল্প, বাগবৈদগ্ধ সুনিপুণ দক্ষতায় ব্যবহৃত হয়েছে। অজস্র ছোটোগল্পও রচনা করেছেন। <ref name=”সংসদ”/> ”চক্রবক্র” তার একটি রম্যরচনা। বাণী রায় তার জন্মভূমি বাংলাদেশের পাবনার আঞ্চলিক ভাষার ব্যবহারে রচনা করেছেন নাটক – ”একটি মেয়ে জন্ম নিল”। তার রচিত অপর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-
==রচিত গ্রন্থসমূহ==
; উপন্যাস-
* ”জনারণ্যে একমুখ”
* ”সপ্তসাগর” (১৯৫০)
* ”শ্রীলতা ও শম্পা” (১৯৫৩)
* ”কনে দেখা আলো”
* ”চক্ষে আমার তৃষ্ণা”
* ”সকাল সন্ধ্যা রাত্রি”
; অন্যান্য-
* ”পুনরাবৃত্তি”
* ”প্রেমের যৎকিঞ্চিৎ”
* ”হাসিকান্নার দিন”
* ”তণিমাজাতক”
* ”নিঃসঙ্গ বিহঙ্গ”
* ”প্রেমের দেবতা”
* ”আগুনের দিন”
* ”কবি চতুষ্টয়ী”
* ”মধুজীবনের নূতন ব্যাখ্যা” (১৯৬২)

অধ্যাপিকা বাণী রায়ের কয়েকটি গ্রন্থ ইংরাজি, হিন্দি, কন্নড়, মারাঠি, গুজরাতি, ইন্দোনেশীয় প্রভৃতি ভাষায় অনূদিত হয়েছে।

==জীবনাবসান==

অধ্যাপিকা বাণী রায় ১৯৯২ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর কলকাতায় প্রয়াত হন।

==তথ্যসূত্র==
[[ বিষয়শ্রেণী:১৯১৮-এ জন্ম]]
[[ বিষয়শ্রেণী:১৯৯২-এ মৃত্যু]]
[[ বিষয়শ্রেণী:পাবনা জেলার ব্যক্তি]]
[[ বিষয়শ্রেণী: বাঙালি কবি ]]
[[ বিষয়শ্রেণী: বাঙালি মহিলা কবি ]]


Posted

in

by

Tags: