প্যাকাইটিন

Md.RI Raju: টেট্রা তৈরি, সিস্টার ও নন-সিস্টার ক্রোমাটিড, কায়াজমা, ক্রসিং ওভার।

Pachytene (গ্রিক, pachys= পুরু; tene= সুতা) অর্থাৎ পুরু সুতা

বৈশিষ্ট্য:

এ উপধাপে ক্রোমোজোমগুলোকে আরও খাটো ও মোটা দেখায়। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় অর্থাৎ প্রতি বাইভ্যালেন্টে চারটি ক্রোমাটিড থাকে। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার এবং একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন-সিস্টার ক্রোমাটিড বলে। এ উপধাপের শেষের দিকে বাইভ্যালেন্টের যেকোনো দুটি নন-সিস্টার ক্রোমাটিড একই স্থানে ভেঙ্গে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লেগে ঐ স্থানে ক্রস চিহ্নের মতো অবস্থার সৃষ্টি হয় এবং ক্রস আকৃতির জোড়ারস্থানকে ”’কায়াজমা”’ বলে। নন-সিস্টার ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময়কে ”’ক্রসিং ওভার”’ বলে। এর ফলে ক্রোমোজোমের গুনগত পরিবর্তন সাধিত হয় ‌।

Go to Source


Posted

in

by

Tags: