জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ

SHEIKH: দ্রুত অপসারণ প্রস্তাবনা (সিএসডি A1)।


{{db-nocontext|help=off}}
”'[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ]] বাউনিয়াবাঁধ, ব্লক , ব্লক – ই , মিরপুর -১১ , পল্লবী , ঢাকা এর সংক্ষিপ্ত পরিচিতি”’

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|রাজধানী ঢাকার মিরপুর ১১ , বাউনিয়া বাঁধ এলাকায় অবস্থিত , জামিয়া আরাবিয়া হামিউস্ সুন্নাহ ও এতিমখানা । বিশ্ব বিখ্যাত দ্বীনী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দের অনুকরণে পরিচালিত একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর যথেষ্ট খ্যাতি রয়েছে । ১৯৯০ সনে এলাকার কতিপয় ধর্মপ্রাণ মুখলিস ব্যক্তিবর্গের প্রচেষ্টায় একটি মকতব ও হিফজখানা প্রতিষ্ঠার মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রা আরম্ভ হয় ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|হাটি হাটি পা পা করে অবশেষে ২০০৩ সনে দাওরায়ে হাদীসের সর্বোচ্চ ক্লাসের সূচনার মধ্য দিয়ে জামিয়া তার দীর্ঘ দিনের অভিযাত্রায় পরিপূর্ণতা অর্জন করে । এ প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের সুনাম অর্জনে বিশেষ অবদান রেখে আসছে । বাংলাদেশ কওমী মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরিক্ষায় প্রতি বছরই এ মাদ্রাসার ছাত্ররা সুনামের সাথে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে । বর্তমানে এক বলিষ্ঠ নির্বাহী পরিষদের তত্তাবধানে ও ২৯ জন সুদক্ষ শিক্ষকের সতর্ক নেগরানীতে একটি আধুনিক নূরানী মক্তব , হিফজখানা ও কিতাব বিভাগে শত শত ছাত্র ইলমে নববী আহরনে মশগুল রয়েছে ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|লক্ষ্য ও উদ্দেশ্য]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|১/ সাহাবায়ে কিরাম ও আইম্মায়ে দ্বীনের গবেষণা প্রকৃত জ্ঞানের আলোকে শিক্ষার্থীদের কুরআন ও হাদীসের পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|২/ দ্বীনী ইলম হাসিল করার সাথে সাথে ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করে খোদাভীরু রূপে শিক্ষার্থীকে গড়ে তোলা।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৩/ শিক্ষার্থীকে কুরআন সুন্নাহর আলোকে যুগ জিজ্ঞাসার জবাব প্রদানে সক্ষম ও মানবতা বিধ্বংসী মতবাদের বিরুদ্ধে ইসলামের আদর্শ ও শিক্ষা জনগণের সামনে আকর্ষণীয় রূপে পেশ করার প্রশিক্ষণ দান।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৪/ কুরআন হাদীসের ভাষা আরবীর পাশাপাশি ছাত্রদেরকে মাতৃভাষা বাংলায় সুদক্ষ করে গড়ে তোলা।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৫/ আর্ত – মানবতার সেবা ও সমাজসেবা মূলক কর্মের প্রশিক্ষণ দান ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৬/ শিক্ষার্থীদেরকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ , সৎ – সাহসী , দেশ প্রেমিক ও যোগ্য নাগরিকরূপে গড়ে তোলা জামিয়ার অন্যতম লক্ষ্য ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|সিলেবাসের মূল ভিত্তি]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|কুরআন – হাদিস , তাফসীর , ফিকহ , আকায়েদ , উসূলে হাদিস , উসূলে ফিকহ , নাহব , সরফ , দর্শন , যুক্তি বিদ্যা , অলংকার শাস্ত্র , ইতিহাস ও সীরাত , আরবী – সাহিত্য , সমাজ – বিজ্ঞান , অর্থনীতি ও প্রয়োজনীয় ইংরেজী ও গণিত ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|জামিয়ার বিভাগ]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|১/ আবাসিক মক্তব বিভাগ; তিন বৎসর কোর্সের এ বিভাগে শুদ্ধভাবে কুরআন মাজীদ পাশাপাশি জরুরী মাসআালা-মাসায়িল, দোয়া-দরুদ ও আমল আখলাকের শিক্ষা দেওয়া হয় । প্রাইমারী পর্যায়ের বাংলা , অংক , ইংরেজী শিক্ষার সু – ব্যবস্থাও রয়েছে।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|২/ হিফজ বিভাগ; এ বিভাগে অনুর্ধ্ব ১৫ বছর বয়সের মেধাবী ছাত্রদের কুরআনে কারীমের হিফজ করার ব্যবস্থা রয়েছে । হিফজ শেষ করার সর্বোচ্চ মেয়াদ কাল চার বৎসর ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৩/ কিতাব বিভাগ; এটি জামিয়ার প্রধান ও বৃহত্তর বিভাগ । এতে বর্তমানে পাঁচটি স্তর রয়েছে ক. ইবতেদায়ী/প্রাইমারী (৫ম শ্রেণী)। খ. মুতাওয়াস্সিতাহ বা মাধ্যমিক স্তর। গ. ছানুবর বা উচ্চমাধ্যমিক স্তর।  ঘ . ফজীলত বা স্নাতক । ঙ . তাকমীল ( দাওরায়ে হাদীস বা স্নাতকোত্তর স্তর ) । এ বিভাগের শিক্ষা দশ বৎসরে সমাপ্ত হয় ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৪/ কুতুবখানা; ( লাইব্রেরী ) যে কোন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বিশেষভাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কুতুবখানা বা লাইব্রেরী থাকা একান্ত অপরিহার্য । এ বিবেচনায় কিভাবসহ ভাষাগ্রন্থ ও সংশ্লিষ্ট কিতাব – পত্রের বিরাট সম্ভারের প্রয়োজন । বর্তমানে জামিয়া লাইব্রেরীতে বিভিন্ন ভাষায় প্রায় লক্ষাধিক টাকার কিতাব সংগৃহীত আছে ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৫/ ছাত্র প্রশিক্ষণ বিভাগ; পাঠ্য সূচির পাশাপাশি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|(ক) পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তারের লক্ষ্যে বিভিন্ন বিজ্ঞানের বই – পত্র সমৃদ্ধ মাদানী পাঠাগার নামে একটি পাঠাগার প্রতিষ্ঠিত রয়েছে। শিক্ষানুরাগী মহানুভব ব্যক্তিদের আর্থিক আনুকুল্য লাভে সামর্থ হলে পাঠাগারটি আরো সমৃদ্ধ হবে ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|(খ ) মাসিক দেয়ালিকা; পাশ্চাত্য ধ্যান – ধারনায় গঠিত মস্তিস্ক প্রসূত খোদাদ্বোহী শিল্পি সাহিত্যিকদের পচা – পুতিগন্ধাময় সাহিত্যের মোকাবেলায় প্রকৃত সাহিত্যকর্ম প্রতিভা ঘটন করে শিক্ষার্থীদেরকে আদর্শ কলম সৈনিক রুপে গড়ার লক্ষ্যে বাংলা ভাষায় আল “ উসওয়াহ ও “ আদ দা’ওয়াহ ” নামে দুটি মাসিক দেয়ালিকা প্রকাশিত হয়ে থাকে।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|( গ ) বক্তৃতা প্রশিক্ষণ বিভাগ; ইলমে দ্বীন হাসিলের পর সমাজে দ্বীনের দাওয়াত ও তাবলীগের আবশ্যকতাকে সামনে রেখে আকর্ষণীয় ভাবে দাওয়াত প্রদানের প্রশিক্ষণের উদ্দেশ্যে দক্ষ ওস্তাদগণের তত্ত্বাবধানে সপ্তাহিক বক্তৃতা মজলিসের সুব্যবস্থা চালু রয়েছে ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|( ঘ ) রচনা ও প্রকাশনা বিভাগ; আমাদের মাতৃভাষা বাংলা হওয়ায় আরবী ও উর্দু ভাষার তুলনায় বাংলা ভাষায় ইসলামের ব্যাপক আলোচনা পর্যালোচনা প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটি প্রকাশনা বিভাগ খোলা হয়েছে । আকাবিরগণের রচিত দ্বীনি কিতাবাদীর অনুবাদ সংকলন ছাড়াও প্রচলিত বাতিল মতবাদ প্রদান করাই এই বিভাগের প্রধান লক্ষ্য ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৬/ ছাত্রকল্যাণ বিভাগ; এতিম গরীব ও অসহায় ছাত্রদের চিকিৎসা , ঔষধপত্র ও প্রয়োজনীয় খাতা কলম ইত্যাদি বিষয়ে সাহায্যের উদ্দেশ্যে ছাত্রকল্যাণ তহবিল নামে স্বতন্ত্র একটি ফান্ড রয়েছে ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৭/ অনাবাসিক মক্তব বিভাগ; মহল্লার কোমলমতি বালক বালিকাদের কুরআন শরীফ সহ দ্বীনের প্রয়োজনীয় মাসআলা – মাসায়িল শিক্ষা দেয়ার উদ্দেশ্যে প্রতিদিন সকাল – বিকাল দুই বেলা বিশেষ ট্রেনিংপ্রাপ্ত অভিজ্ঞ দুইজন শিক্ষক দ্বারা ফোরকানীয়া মক্তব নামে একটি অনাবাসিক মক্তব মাদ্রাসা মসজিদে চালু রয়েছে ।]]

[[জামিয়া আরাবিয়া হামিউস্সুন্নাহ|৮/ আবাসিক ছাত্রাবাস; আসাতিযায়ে কিরামের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বাইরে বলগাহীন পরিবেশ ও পাপাচারের দুষ্ট ছোবল থেকে মুক্ত রেখে ছাত্রদেরকে আদর্শ ও চরিত্রবান রূপে গড়ে তুলার লক্ষ্যে জামিয়া আবাসিক ছাত্রাবাসের ব্যবস্থা করা হয়েছে । ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদেরকে খাবার পরিবেশনের জন্য দুইটি বোর্ডিং রয়েছে । একটি বোর্ডিং হতে গরীব মেধাবী ছাত্রদেরকে ফ্রী খাবার প্রদান করা হয়। অন্য বোর্ডিং থেকে খরিদী খানা পরিবেশন করা হয়।]]


Posted

in

by

Tags: