কেন্দ্রীয় ব্যবসা জেলা

Ashiq Shawon: সম্প্রসারণ


[[File:West side of Manhattan from Hudson Commons (95103p).jpg|thumb|upright=1.5|যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের মধ্য ম্যানহাটন বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্রীয় ব্যবসা জেলা।]]

”’কেন্দ্রীয় ব্যবসা জেলা”’ বা, ”’কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা”’ হল একটি শহরের বাণিজ্যিক ও ব্যবসা কেন্দ্র। এতে বাণিজ্যিক স্থান এবং অফিস ভবন রয়েছে। বড় শহরগুলিতে, এটিকে প্রায়শই শহরের আর্থিক জেলার সমার্থক হিসাবে বিবেচনা করা হয়। ভৌগলিকভাবে, এটি প্রায়ই “শহর কেন্দ্র” বা “নিম্নশহর” -এর সাথে মিলে যায়। যাইহোক, এই ধারণাগুলি সাধারণতঃ একই অর্থবোধক নয়: অনেক শহরে এমনও কেন্দ্রীয় ব্যবসা জেলা রয়েছে যা এর বাণিজ্যিক এবং বা সাংস্কৃতিক কেন্দ্র হতে দূরবর্তী এলাকায় অবস্থিত আবার কোনো কোনো শহরে একই সাথে একাধিক কেন্দ্রীয় ব্যবসা জেলা থাকে। কেন্দ্রীয় ব্যবসা জেলাকে শহরের মধ্যে এমন একটি এলাকা হিসেবে চিহ্নিত করা হয় যেখানে সর্বোচ্চ গমনযোগ্যতা রয়েছে এবং অন্য যেকোনো এলাকার তুলনায় বিশেষ পণ্য ও পরিষেবার বৃহত্তর বৈচিত্র্য এবং ঘনত্ব রয়েছে।<ref>{{Cite book |last=Murphy |first=Raymond E. |year=1972 |title=The Central Business District: A Study in Urban Geography (chapter 1)}}[https://books.google.nl/books?id=9h8xDwAAQBAJ&lpg=PP1&hl=nl&pg=PT19#v=twopage&q&f=false], Retrieved 2021 Nov. 17th</ref>

== বাংলাদেশ ==
বাংলাদেশের বৃহত নগরগুলোতে কেন্দ্রীয় ব্যবসা জেলার উদাহরণ দেখা যায়; এমনকি ঢাকা মহানগরে একাধিক এর কেন্দ্রীয় ব্যবসা জেলা রয়েছে। মতিঝিল এদেশের সবচেয়ে বড় কেন্দ্রীয় ব্যবসা জেলা; এছাড়াও রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ, রাজশাহীর সাহেববাজার, সিলেটের জিন্দাবাজার, ঢাকার গুলিস্তান প্রভৃতি।

== আরও দেখুন ==
* [[শহরের কেন্দ্রস্থল]];
* [[প্রধান সড়ক]]।

==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}

==বহিঃসংযোগ==

[[বিষয়শ্রেণী:নিকটবর্তী অঞ্চল]]
[[বিষয়শ্রেণী:শহর (বিষয়)]]
[[বিষয়শ্রেণী:কেন্দ্রীয় ব্যবসা জেলা]]


Posted

in

by

Tags: