লাকমা রাজবাড়ি

আফতাবুজ্জামান:


[[চিত্র:লকমা রাজবাড়ি ১.jpg|থাম্ব|লকমা রাজবাড়ি]]
”’লাকমা রাজবাড়ি”’ [[জয়পুরহাট জেলা|জয়পুরহাট জেলার]] [[পাঁচবিবি উপজেলা|পাঁচবিবি উপজেলার]] পশ্চিম কড়িয়া গ্রামে ঐতিহাসিক লকমা রাজবাড়ি অবস্থিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=দর্শনীয় স্থান লাকমা রাজবাড়ি|ইউআরএল=http://www.joypurhat.gov.bd/bn/site/tourist_spot/Bwvq-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-1|সংগ্রহের-তারিখ=2022-09-09|ওয়েবসাইট=www.joypurhat.gov.bd}}</ref>

== ইতিহাস ==
[[জয়পুরহাট জেলা|জয়পুরহাট জেলার]] [[পাঁচবিবি উপজেলা|পাঁচবিবি উপজেলার]] পশ্চিম কড়িয়া গ্রামে ঐতিহাসিক লকমা রাজবাড়ি অবস্থিত। বাড়িটিতে বর্তমানে লকমা চৌধুরীর পরনাতীসহ উত্তরাধিকারী ও সহায়ী বাসিন্দা সমন্বয়ে ৪২ জন সদস্য সমিতি করে দেখাশুনা করেন । লকমা চৌধুরীর পরনাতী জানান, প্রায় ২০০-৩০০ বছর পূর্বে  বাড়িটি নিমার্ণ হয়  এবং বর্তমানে এখানে প্রায় ১৫ বিঘা জমি আছে । উক্ত জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফল ও ফুলের বাগান দেখা যায় ।স্থানীয় লোকজন জানান, দালান দুটির একটি  ঘোড়াশাল এবং অপরটি হাতীশাল ছিল । তার একটু সামনে মাটির একটি ঢিবি রয়েছে   সেখানে  ইউ আকৃতির বহু পুরাতন দ্বিতল ভবনের অবসহান । জনশ্রুতি আছে যে, ভবনের কিছুটা অংশ মাটির নীচে ডেবে গেছে । লকমা চৌধুরীর বাড়ীর পূর্ব পার্শ্বে কর্মচারীর ঘর ও কবরস্থান রয়েছে। বর্তমানে রাজবাড়ীটি সংস্কারের অভাবে ধ্বংস হতে চলেছে । এখনও প্রতিদিন অনেক লোক স্বচক্ষে রাজবাড়ীঢি দেখার জন্য আসেন। <ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=লাকমা রাজবাড়ি|ইউআরএল=http://www.joypurhat.gov.bd/bn/site/tourist_spot/Bwvq-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-1|সংগ্রহের-তারিখ=2022-09-09|ওয়েবসাইট=www.joypurhat.gov.bd}}</ref><gallery>
চিত্র:লকমা রাজবাড়ি ১.jpg|লকমা রাজবাড়ি মেইন ফলক
চিত্র:লকমা রাজবাড়ি ২.jpg|লকমা রাজবাড়ি সামনে দিকে
</gallery>

== প্রাকৃতিক সৌন্দর্য ==
লাকমা রাজবাড়ি চারদিকের অসংখ্য গাছ-পালা এবং এর স্বচ্ছ পানি এক মনোমুগ্ধকর  প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করেছে যা সকলকে আকৃষ্ট করে। প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিপাসু লোকের এখানে  সমাগম ঘটে ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Wayback Machine|ইউআরএল=https://web.archive.org/web/*/http://www.joypurhat.gov.bd/bn/site/tourist_spot/Bwvq-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-1|সংগ্রহের-তারিখ=2022-09-09|ওয়েবসাইট=web.archive.org}}</ref>

==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}

[[বিষয়শ্রেণী:জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান]]


Posted

in

by

Tags: