বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়,সাটুরিয়া

DeloarAkram: দ্রুত অপসারণ প্রস্তাবনা (সিএসডি G2)।


{{db-test|help=off}}
বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ১২ই জানুয়ারী,১৯১৯ সালে স্থানীয় জমিদার পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি প্রথমে ইংলিশ মাধ্যম উচ্চ বিদ্যালয় ছিল ও এর প্রথম প্রধান শিক্ষক একজন ইংরেজ ছিলেন বলে জানা যায়। ১৯২২ সালে এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে। এই স্কুলের মূল ভবন জমিদারদের করা অন্যতম নান্দনিক ভবনগুলোর একটি। তবে বর্তমানে সরকারি সহায়তায় ৪ তলা নতুন শিক্ষাভবন গড়ে ওঠেছে। এই বিদ্যালয়ে মানিকগঞ্জ, ঢাকা ও টাংগাইল জেলার ৩৫টি গ্রামের প্রায় ১২০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এই স্কুলের নিজস্ব বড় একটি খেলার মাঠ, একটি হেলিপ্যাড ও কয়েকটি পুকুর রয়েছে। এই স্কুলের পাশেই সাটুরিয়া উপজেলা পরিষদ অবস্থিত। সাটুরিয়া উপজেলার সরকারি বিভিন্ন অনুষ্ঠান যেমন শহীদ ও ভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠান এই স্কুলের মাঠেই আয়োজিত হয়। এই স্কুল গড়ে ওঠার পেছনে একটি হ্নদয় বিদারক ইতিহাস রয়েছে। তৎকালীন জমিদার হরেন্দ্রকুমার রায় চৌধুরীর একমাত্র ছেলে উপেন্দ্রকুমার রায় চৌধুরী ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে এসে বাবার কাছে একটি স্কুল তৈরীর আবদার করেন। বাবা অস্বীকার করলে সে আত্মহত্যা করে। ছেলে আত্মহত্যা করার পর তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে জমিদার তার বাবা ঈশ্বর চন্দ্র রায় চৌধুরীর নামে এই বিদ্যালয় গড়ে তোলেন।

Posted

in

by

Tags: